দিঘির পানিতে সাত ঘণ্টা

www.facebook.com/kichu.kothawww.facebook.com/kichu.kotha
গাজীপুরের নিভৃত গ্রাম বাগলবাড়ী। গত মঙ্গলবার সন্ধ্যাটা ছিল এই গ্রামের মানুষের জন্য একেবারেই আলাদা। ওই দিন সেখানে শুটিং করতে গিয়েছিলেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান। নাটকের গল্পের প্রয়োজনে এই গ্রামেরই একটি দিঘিতে সন্ধ্যা ছয়টা থেকে রাত একটা পর্যন্ত টানা সাত ঘণ্টা থাকতে হয়েছে তাঁদের। শত শত লোকের উপস্থিতিতে বেশ ভালোভাবেই নাটকটি দৃশ্য ধারণের কাজ শেষ হয়। অভিনয়ের পাশাপাশি টেলিছবিটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। লিখেছেন গোলাম মোস্তফা।
পরিচালক জানান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে কতটা গভীর, সেটাই জলতরঙ্গ টেলিছবির মূল বিষয়।
মাহফুজ আহমেদ বলেন, ‘টেলিছবিতে আমার চরিত্রের নাম মনা। গ্রামের সবার কাছে হিরো। কিন্তু রূপালীর (জয়া আহসান) সামনে পড়লেই চুপসে যায়। গল্পের প্রয়োজনে মনাকে ২৪ ঘণ্টা পানির মধ্যে থাকার প্রতিযোগিতায় নামতে হয়। সে জন্যই এ আয়োজন। বিপত্তি হয় জয়াকে নিয়ে। কারণ সে সাঁতারই জানে না।’
জয়া আহসান বলেন, ‘এর আগে নুরুল আলম আতিকের জার্নি বাই বোট-এর জন্য ইছামতী নদীতে শুটিং হয়েছিল। এবার জলতরঙ্গ-এ কাজ করতে গিয়ে পানি আর সাপের ভয় আমাকে পেয়ে বসেছিল। মনে হচ্ছে, এবার সাঁতারটা শিখতেই হবে।’

0 comments: