Convallis consequat
Lorem ipsum integer tincidunt quisque tristique sollicitudin eros sapien, ultrices primis volutpat tempor curabitur duis mattis dapibus, felis amet faucibus...
Augue nullam mauris
Lorem ipsum integer tincidunt quisque tristique sollicitudin eros sapien, ultrices primis volutpat tempor curabitur duis mattis dapibus, felis amet faucibus...
Donec conubia volutpat
Lorem ipsum integer tincidunt quisque tristique sollicitudin eros sapien, ultrices primis volutpat tempor curabitur duis mattis dapibus, felis amet faucibus...
Primis volutpat tempor
Lorem ipsum integer tincidunt quisque tristique sollicitudin eros sapien, ultrices primis volutpat tempor curabitur duis mattis dapibus, felis amet faucibus...
Showing posts with label ১. Show all posts
মেইড ইন বাংলাদেশ, বিআরবির সাফল্য ও আমাদের অনুপ্রেরণা
কয়েক দিন আগে আমি আর রাকিব, বাজারে গেলাম আমাদের বাড়ীর জন্য কাট আউট কিনতে। আগের কাট আউটটা অল্প লোডেই পুড়ে যায়। তাই দোকানে গিয়ে ভাল মানের কাট-আউট চাওয়ায়, আমাদেরকে একটা ৯০ টাকা দামের ৩২ এ্যাম্পিয়ারের কাট আউট দেখাল । মাত্র ২০/৩০ গ্রাম তামা আর চিনামাটির তৈরি একটি জিনিসের দাম ৯০ টাকা ব্যাপারটা আমার কাছে বেশ অস্বাভাবিক মনে হলো। দেখলাম কাট আউটের গায়ে মেইড ইন চায়না লেখা । বাংলাদেশী কোন ভাল মানের কাট আউট আছে কিনা? জিজ্ঞাসা করায়, তিনি বললেন-"বাংলাদেশে কোন ভাল মানের কাট আউট তৈরি হয় না"। আমি ভাবলাম তার কাছে মনে হয় বাংলাদেশে তৈরি ভাল মানের কোন কাট আউট নেই। তাই পাশের দোকানে গেলাম, সেখানে গিয়েও ভাল মানের কাট আউট চাওয়াতে তিনি ইন্ডিয়ান একটা ৯৫ টাকা দামের কাট আউট দেখালেন। দেশি ভাল কোনটা দিতে বলায়, তিনি এবার একটা কাট আউট দেখালেন, যেটা চিনের তৈরি। আবারো দেশি কোনটার কথা বলায়, তিনি কাট আউটের গায়ে খোদায় করে মেইড ইন চায়না লেখাটা দেখালেন। আমি বললাম- আরে ভাই ভিন দেশী ভালটা দিতে বলল কে? আমিতো আমার স্বদেশী ভাল মানের কোনটা চাচ্ছিলাম। যাই হোক, এই কথার উত্তরে এই দোকান থেকেও শুনতে হল- "বাংলাদেশে কোন ভাল মানের কাট আউট তৈরি হয় না"।
মনে মনে বাংলাদেশী বিনিয়োগকারীদের উপর খুব রাগ হল, সিরামিক আর তামা দিয়ে সহজেই যেই জিনিসটা তৈরি করা যায়, কেন তারা সেটা তৈরি করে না । স্বাভাবিক ভাবেই সবচাইতে বেশি রাগ হল আমাদের কুষ্টিয়ার বি আর বি ক্যাবলস এর উপর। আজ যখন বি আর বির প্রতিষ্ঠা বার্যিকি উপলক্ষে দেশব্রতীর জন্য আমাকে একটা লেখা লিখতে বলা হল - তখন প্রথমেই আমার এই কাহিনীটা মনে পড়লো।
আমরা যার কাজ থেকে বেশি আশা করি, তার কাছ থেকে আশার চেয়ে যদি কম পাওয়া যায়, তাহলেই তার উপর রাগ লাগে। বি আর বি উপর আমার রাগ হওয়ার কারণটা ছিল এটাই। বর্তমানে কুষ্টিয়ার যে কয়েকটা বিষয় নিয়ে আমরা গর্ব করতে পারি, তার মধ্যে অন্যতম হল বি আর বির তার, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, আর কিয়াম মেটালের রান্নার সরঞ্জামাদি।
শুধু মাত্র এক জনের একক উদ্যোগে একটা প্রতিষ্ঠান হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের সৃষ্টি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ বি আর বি ও এর অঙ্গ সংগঠনগুলো। আমি অবাক হই কারণ, সেই ১৯৭৮ সালে যখন বিদ্যুৎ সংযোগই আমাদের অনেক সাধারণ মানুষের কল্পনার বাইরেই একটা বিষয়, তখন মজিবর রহমান কিভাবে বিদ্যুতের তার তৈরির মতো একটা বিষয়ে বিনিয়োগ করার কথা চিন্তা করলেন। যেখানে বর্তমানে আমরা গ্লোবাল ভিলেজে বাস করেও আমাদের গ্রাম, শহর অথবা সর্বোচ্চ দেশের মধ্যে দেখা পরিচিত পেশাগুলো বাদ দিয়ে নতুন অন্য কোন পেশা নেবার মতো বিষয় কল্পনাও করতে পারি না।
সেই ব্রিটিশ আমল থেকেই আমরা দেখে দেখে শিখে এসেছি, একমাত্র সম্মান যখন পেশা সরকারী চাকরি করা। আর যদি তা না পাওয়া যায়, সম্মান নিয়ে বেচে থাকতে হলে অন্তত বেসরকারি হলেও যে কোন প্রকারের একটা চাকরি করতেই হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাও আমাদেরকে শিখিয়েছে, কিভাবে লেখা পড়া শিখে শুধুমাত্র চাকরি করতে যেতে হয়। কিন্তু আমাদের দেশে যারা লেখা পড়ার সুযোগ পেয়েছে, তাদেরকেও আমরা তাদের শিক্ষা অনুসারে চাকরি দিতে পারিনি। আবার বাস্তব জীবনের কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষাও তাদেরকে দেওয়া হয় না। মজিবর রহমানও আমাদের এই চেনা পরিবেশেই বড় হয়েছেন, তার পরেও তিনি এত বড় উদ্যোগ নেবার সাহস দেখালেন কিভাবে ! আবার তার এই চেষ্টাও যে একবারেই সফল হয়েছে তা নয়। বিভিন্ন সমস্যার কারণে এক পর্যায়ে তার কারখানাটি পুরোপুরি বন্ধও করে দিতে হয়েছিল। তার পরেও তিনি আশা হারাননি, আর সে কারণেই ১৯৮৩ সালে আবার উৎপাদন শুরু করার পর তাকে আর কখনই পিছন ফিরে তাকাতে হয়নি। দেশের চাহিদা পূরণ করার পর বি আর বি এখন বিশ্বের বিভিন্ন দেশে তার পণ্য রপ্তানি করছে। আর আমরাও পেয়েছি আন্তর্জাতিক পর্যায়ে গর্ব করার মতো আমাদের দেশীয় প্রতিষ্ঠান- বি আর বি ক্যাবলস, অন্যান্য আরো অনেক সনদের সাথে যার আছে আইএসও ২০০৮ সনদ, আছে দুর্লভ Germanischer Lloyd (GL) Approval Certificate, যার ফলে বাংলাদেশে একমাত্র বি আর বি Shipboard Cable তৈরির অনুমোদন পেয়েছে।
বি আর বির প্রায় ১০টি সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে আছে কিয়াম ছিরাতুননেছা মেমোরিয়াল ট্রাট। যা আমাদের দেশের সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে।
শুধু মাত্র "মেইড ইন বাংলাদেশ" এই লেখা দেখেই বিশ্বের অনেক দেশের মানুষ আমার বাংলাদেশকে চেনে। আমাদের অবশ্যই শুনতে ভাল লাগে, যখন একজন বিদেশী বন্ধু বাংলাদেশে তৈরি কোন পণ্যকে ভাল বলে । আর যে সকল প্রতিষ্ঠান "মেইড ইন বাংলাদেশ" লিখে উন্নত মানের পণ্য বিদেশে পাঠায়, তারা যেমন বিশ্ব দরবারে নিজেদের সুনাম কুড়ায় , সেই সাথে আমার দেশও বিশ্বের কাছে সুনামের সাথে পরিচিত হয়। আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারি, বাংলাদেশী হিসেবে। যেই বাংলাদেশের জন্য ৩০লক্ষ শহীদ জীবন দিয়েছিল।
আজ হয়তবা আমাদের মধ্যে কেউ কেউ শুধু মাত্র মুক্তিযুদ্ধের সৃতি চারণ করাকেই দেশপ্রেম প্রকাশের একমাত্র পথ বলে মনে করেন। নতুন প্রজন্মের অনেকেই আনমতে ভেবে বসে আছে যে, একমাত্র মহান শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রশংসা করার মধ্যেই দেশ প্রেম সীমাবদ্ধ। কিন্তু যে সুখী সমৃদ্ধ দেশের জন্য আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা জীবন দিয়েছিল, সেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কম মানুষকেই ঝুঁকি নিতে দেখা যায়। এমনকি যারা নিজেরা ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করছেন, তারাও তাদের প্রাপ্য সম্মানটুকু থেকে অনেক ক্ষেত্রেরই বঞ্চিত হন। আমরা আমাদের ১৯৭১ এর বীরদের যথাযথ সম্মান দেই না, যারা আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছিল। আর বর্তমানের বীরেরা, যারা নিজেরা ঝুঁকি নিয়ে আমাদেরকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন, তারাতো পুরোপুরি উপেক্ষিত।
আমাদের অবশ্যই উচিৎ মজিবর রহমানের মত বর্তমানের বীরদের যথাযথ মূল্যায়ন করা, যা দেখে নতুন প্রজন্মও এ জাতীয় উদ্যোগ নেবার জন্য অনুপ্রাণিত হয়ে বর্তমানের সত্যিকারের দেশপ্রেমীক হতে পারে।
যারা আমাদের দেশে উদ্যোগতার ভূমিকা পালন করেন, তাদের প্রতিকূল অবস্থা থেকে রক্ষার জন্য আমাদের সামগ্রিক ভাবে এগিয়ে আসতে হবে। সৃজনশীল ও কারিগরি শিক্ষার বহুল প্রচলন, সরকারি ও বেসরকারি ঊৎপাদনমুখী শিল্প স্থাপন, স্বল্প-সুদে ব্যাঙ্ক ঋণ সুবিধার ব্যবস্থা করতেই হবে। টাকার অভাবে আমাদের অনেক নিশ্চিত সম্ভাবনা ধ্বংস হয়ে যায় ।
মজিবুর রহমানের মত আমাদের আরও কিছু সৃজনশীল উদ্যোক্তা দরকার, যারা মেধা ও পরিশ্রমের মাধ্যমে আমাদের জাতিকে শুধুমাত্র কৃষিনির্ভরতা থেকে মুক্ত করে শিল্পসমৃদ্ধ দেশে পরিণত করবে। প্রথম দিকে হইতবা আমাদের নতুন উদ্যেগতারা তুলনামুলক ভাবে অতটা মান সম্পন্ন পণ্য তৈরী করতে পারবে না, তার পরেও আমাদের দায়িত্ব হবে দেশীয় পণ্য কিনে তাদেরকে উৎসাহিত করা, প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা। তাহলে এখন যেমন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আস্থার সাথে ভাল মানের বৈদুতিক সরঞ্জাম হিসাবে বি আর বির তৈরী পণ্য কেনে । তেমনি ভাবে অবশ্যই একদিন আমরা মান সম্পন্ন পণ্য হিসাবে, আস্থার সাথেই সেই পণ্যগুলো কিনতে পারব, যেগুলোর গায়ে লেখা থাকবে "মেইড ইন বাংলাদেশ"।
মনে মনে বাংলাদেশী বিনিয়োগকারীদের উপর খুব রাগ হল, সিরামিক আর তামা দিয়ে সহজেই যেই জিনিসটা তৈরি করা যায়, কেন তারা সেটা তৈরি করে না । স্বাভাবিক ভাবেই সবচাইতে বেশি রাগ হল আমাদের কুষ্টিয়ার বি আর বি ক্যাবলস এর উপর। আজ যখন বি আর বির প্রতিষ্ঠা বার্যিকি উপলক্ষে দেশব্রতীর জন্য আমাকে একটা লেখা লিখতে বলা হল - তখন প্রথমেই আমার এই কাহিনীটা মনে পড়লো।
আমরা যার কাজ থেকে বেশি আশা করি, তার কাছ থেকে আশার চেয়ে যদি কম পাওয়া যায়, তাহলেই তার উপর রাগ লাগে। বি আর বি উপর আমার রাগ হওয়ার কারণটা ছিল এটাই। বর্তমানে কুষ্টিয়ার যে কয়েকটা বিষয় নিয়ে আমরা গর্ব করতে পারি, তার মধ্যে অন্যতম হল বি আর বির তার, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, আর কিয়াম মেটালের রান্নার সরঞ্জামাদি।
শুধু মাত্র এক জনের একক উদ্যোগে একটা প্রতিষ্ঠান হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের সৃষ্টি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ বি আর বি ও এর অঙ্গ সংগঠনগুলো। আমি অবাক হই কারণ, সেই ১৯৭৮ সালে যখন বিদ্যুৎ সংযোগই আমাদের অনেক সাধারণ মানুষের কল্পনার বাইরেই একটা বিষয়, তখন মজিবর রহমান কিভাবে বিদ্যুতের তার তৈরির মতো একটা বিষয়ে বিনিয়োগ করার কথা চিন্তা করলেন। যেখানে বর্তমানে আমরা গ্লোবাল ভিলেজে বাস করেও আমাদের গ্রাম, শহর অথবা সর্বোচ্চ দেশের মধ্যে দেখা পরিচিত পেশাগুলো বাদ দিয়ে নতুন অন্য কোন পেশা নেবার মতো বিষয় কল্পনাও করতে পারি না।
সেই ব্রিটিশ আমল থেকেই আমরা দেখে দেখে শিখে এসেছি, একমাত্র সম্মান যখন পেশা সরকারী চাকরি করা। আর যদি তা না পাওয়া যায়, সম্মান নিয়ে বেচে থাকতে হলে অন্তত বেসরকারি হলেও যে কোন প্রকারের একটা চাকরি করতেই হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাও আমাদেরকে শিখিয়েছে, কিভাবে লেখা পড়া শিখে শুধুমাত্র চাকরি করতে যেতে হয়। কিন্তু আমাদের দেশে যারা লেখা পড়ার সুযোগ পেয়েছে, তাদেরকেও আমরা তাদের শিক্ষা অনুসারে চাকরি দিতে পারিনি। আবার বাস্তব জীবনের কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষাও তাদেরকে দেওয়া হয় না। মজিবর রহমানও আমাদের এই চেনা পরিবেশেই বড় হয়েছেন, তার পরেও তিনি এত বড় উদ্যোগ নেবার সাহস দেখালেন কিভাবে ! আবার তার এই চেষ্টাও যে একবারেই সফল হয়েছে তা নয়। বিভিন্ন সমস্যার কারণে এক পর্যায়ে তার কারখানাটি পুরোপুরি বন্ধও করে দিতে হয়েছিল। তার পরেও তিনি আশা হারাননি, আর সে কারণেই ১৯৮৩ সালে আবার উৎপাদন শুরু করার পর তাকে আর কখনই পিছন ফিরে তাকাতে হয়নি। দেশের চাহিদা পূরণ করার পর বি আর বি এখন বিশ্বের বিভিন্ন দেশে তার পণ্য রপ্তানি করছে। আর আমরাও পেয়েছি আন্তর্জাতিক পর্যায়ে গর্ব করার মতো আমাদের দেশীয় প্রতিষ্ঠান- বি আর বি ক্যাবলস, অন্যান্য আরো অনেক সনদের সাথে যার আছে আইএসও ২০০৮ সনদ, আছে দুর্লভ Germanischer Lloyd (GL) Approval Certificate, যার ফলে বাংলাদেশে একমাত্র বি আর বি Shipboard Cable তৈরির অনুমোদন পেয়েছে।
বি আর বির প্রায় ১০টি সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে আছে কিয়াম ছিরাতুননেছা মেমোরিয়াল ট্রাট। যা আমাদের দেশের সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে।
শুধু মাত্র "মেইড ইন বাংলাদেশ" এই লেখা দেখেই বিশ্বের অনেক দেশের মানুষ আমার বাংলাদেশকে চেনে। আমাদের অবশ্যই শুনতে ভাল লাগে, যখন একজন বিদেশী বন্ধু বাংলাদেশে তৈরি কোন পণ্যকে ভাল বলে । আর যে সকল প্রতিষ্ঠান "মেইড ইন বাংলাদেশ" লিখে উন্নত মানের পণ্য বিদেশে পাঠায়, তারা যেমন বিশ্ব দরবারে নিজেদের সুনাম কুড়ায় , সেই সাথে আমার দেশও বিশ্বের কাছে সুনামের সাথে পরিচিত হয়। আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারি, বাংলাদেশী হিসেবে। যেই বাংলাদেশের জন্য ৩০লক্ষ শহীদ জীবন দিয়েছিল।
আজ হয়তবা আমাদের মধ্যে কেউ কেউ শুধু মাত্র মুক্তিযুদ্ধের সৃতি চারণ করাকেই দেশপ্রেম প্রকাশের একমাত্র পথ বলে মনে করেন। নতুন প্রজন্মের অনেকেই আনমতে ভেবে বসে আছে যে, একমাত্র মহান শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রশংসা করার মধ্যেই দেশ প্রেম সীমাবদ্ধ। কিন্তু যে সুখী সমৃদ্ধ দেশের জন্য আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা জীবন দিয়েছিল, সেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কম মানুষকেই ঝুঁকি নিতে দেখা যায়। এমনকি যারা নিজেরা ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করছেন, তারাও তাদের প্রাপ্য সম্মানটুকু থেকে অনেক ক্ষেত্রেরই বঞ্চিত হন। আমরা আমাদের ১৯৭১ এর বীরদের যথাযথ সম্মান দেই না, যারা আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছিল। আর বর্তমানের বীরেরা, যারা নিজেরা ঝুঁকি নিয়ে আমাদেরকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন, তারাতো পুরোপুরি উপেক্ষিত।
আমাদের অবশ্যই উচিৎ মজিবর রহমানের মত বর্তমানের বীরদের যথাযথ মূল্যায়ন করা, যা দেখে নতুন প্রজন্মও এ জাতীয় উদ্যোগ নেবার জন্য অনুপ্রাণিত হয়ে বর্তমানের সত্যিকারের দেশপ্রেমীক হতে পারে।
যারা আমাদের দেশে উদ্যোগতার ভূমিকা পালন করেন, তাদের প্রতিকূল অবস্থা থেকে রক্ষার জন্য আমাদের সামগ্রিক ভাবে এগিয়ে আসতে হবে। সৃজনশীল ও কারিগরি শিক্ষার বহুল প্রচলন, সরকারি ও বেসরকারি ঊৎপাদনমুখী শিল্প স্থাপন, স্বল্প-সুদে ব্যাঙ্ক ঋণ সুবিধার ব্যবস্থা করতেই হবে। টাকার অভাবে আমাদের অনেক নিশ্চিত সম্ভাবনা ধ্বংস হয়ে যায় ।
মজিবুর রহমানের মত আমাদের আরও কিছু সৃজনশীল উদ্যোক্তা দরকার, যারা মেধা ও পরিশ্রমের মাধ্যমে আমাদের জাতিকে শুধুমাত্র কৃষিনির্ভরতা থেকে মুক্ত করে শিল্পসমৃদ্ধ দেশে পরিণত করবে। প্রথম দিকে হইতবা আমাদের নতুন উদ্যেগতারা তুলনামুলক ভাবে অতটা মান সম্পন্ন পণ্য তৈরী করতে পারবে না, তার পরেও আমাদের দায়িত্ব হবে দেশীয় পণ্য কিনে তাদেরকে উৎসাহিত করা, প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা। তাহলে এখন যেমন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আস্থার সাথে ভাল মানের বৈদুতিক সরঞ্জাম হিসাবে বি আর বির তৈরী পণ্য কেনে । তেমনি ভাবে অবশ্যই একদিন আমরা মান সম্পন্ন পণ্য হিসাবে, আস্থার সাথেই সেই পণ্যগুলো কিনতে পারব, যেগুলোর গায়ে লেখা থাকবে "মেইড ইন বাংলাদেশ"।
Travel on Habiganj District
The Habiganj District of Bangladesh has the Sunamganj District on its northern border with the Brahmanbaria and Kishoreganj Districts to the west. To the east lies the Tripura Province of India and the Maulvi Bazar District of Bangladesh, with the Balaganj Upazila of Sylhet to the north-east. Consisting predominantly of alluvial plains, with numerous lakes and a network of rivers and streams crisscrossing the land, Habiganj's fertile earth is devoted to agriculture.
More than 90 percent of the residents of Habiganj District are Bengali, with the remainder being Bihari, Khasi, Manipuri (Meetei) and Tripuri people. The Beharis are believed to have a history going back three million years. Having traveled from the state of Bihari in Uttar Pradesh in northern India during the 19th century, their descendants have settled in Nepal, Pakistan and Bangladesh, as well as in far-off countries such as Trinidad and Tobago, Fiji, Mauritius and South Africa where they worked on sugar plantations. Many of the Beharis still maintain their own customs and speak their original native tongue.
Similarly the Khasis traveled from Meghalaya in north east India, with some settling in Bangladesh, mostly in the Sylhet region. The majority follow Christian religious practices, with some having added animistic elements to their rituals. The Manipuris, also referred to as the Meeteis or Meiteis, are from Manipur in India. They are able to trace their ancestry through written history right back to 33 AD. Groups of Manipuris settled in the Habiganj District of Bangladesh in the early to mid-1700s. The Tripuris originate from the Kingdom of Tripura located in east India and part of modern day Bangladesh which existed for more than 2,000 years prior to joining the Indian Union in the year 1949.
Along with the higher regions of Sylhet, Chittagong and the Madhupur tract, the Habiganj District features prominently in the prehistoric record of Bangladesh. Prehistoric tools such as hand axes, scrapers and cleavers have been recovered from the bed of the Balu stream, one of the many ephemeral streams in the area which only retains water for a short time after rain has fallen. Classified in two distinct groups – Pre-Neolithic and Neolithic – these artifacts are similar to those discovered in the Lalmai Hills and experts believe they may have come from nearby hills.
Habiganj is well known for its folk literature and culture, with many organizations promoting cultural and social activities. These include clubs, libraries, theater groups, women's societies and literary societies. There are also more than 1,300 mosques and 176 temples, as well as two churches in the district. As a predominantly agricultural area, Habiganj produces and exports a wide range of products, with one of its main crops being the internationally enjoyed beverage, tea.
লালন মেলা----- ১৬ ই অক্টোবর, ২০১১ , কুষ্টিয়া ।।
লালন মেলা-----
১৬ ই অক্টোবর, ২০১১
লালনের ১২১ তম মৃত্যুদিবসে কুষ্টিয়ায় ৫ দিন ব্যাপি লালন মেলা শুরু হবে --
১৬ ই অক্টোবর, ২০১১,,
দেখুন গত লালন মেলার কিছু ছবি. .. ...
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
এবার কিছু লালন ভক্তের ছবি
১.
২.
৩.
৪.
৫.
সারা রাত ধরে চলে লালনের গান; সেই অনুষ্ঠানের কিছু চিত্র
১.
লালন কন্যার চোখ দুটি আমাকে টেনেছিল বেশ
২.
৩.
৪.
৫.
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
এবার কিছু লালন ভক্তের ছবি
১.
২.
৩.
৪.
৫.
সারা রাত ধরে চলে লালনের গান; সেই অনুষ্ঠানের কিছু চিত্র
১.
লালন কন্যার চোখ দুটি আমাকে টেনেছিল বেশ
২.
৩.
৪.
৫.
Travel Bangladesh : Rajshahi Division
Rajshahi division is in the northern part of Bangladesh has an area of 34513 sq. km and a population of 29.99 million. There are 16 districts and 57 municipalities under Rajshahi. It is famous for archeological and historical sites. | |
Rajshahi City: | |
Rajshahi town is situated besides the river Padma. In monsoon the great Padma is in full spate with its tides and waves whereas in winter it dwindles and you will feel the desert by the side of river. Rajshahi Division is famous for archeological and historical places like Mohastnangor, Paharpur Buddhist Monastery, Kantajee’s Temple, Ramshagar Dighi, Choto Sona Masjid, and Shopnopuri etc. You can visit Rajshahi University. It’s a very well planed University and you can visit The Shahid Smriti Sangraha Shala in the University, you can see the documents and photography’s from the language movement of 1952 to the liberation was 1972. You can also visit Borendra Research Museum. There you will find the ancient elements of Paharpur, Mohasthangar and Mohenjodaro. | |
Mohasthangarh is one of the main attractions in north Bengal. It was the capital of Kingdom of the Mourjo, the Gupta and the Sen Dynasty.This is the ancient archeological and historical which was, established in 2500 BC. It is the oldest archaeological site of Bangladesh is on the western bank of river Karatoa 18 km. north of Bogra town beside Bogra-Rangpur Road. The spectacular site is | |
an imposing landmark in the area having a fortified, oblong enclosure measuring 5000 ft. by 4500 ft. with an average height of 15 ft. from the surrounding paddy fields. Beyond the fortified area, other ancient ruins fan out within a semicircle of about five miles radius. Several isolated mounds, the local names of which are Govinda Bhita Temple, Khodai Pathar Mound, Mankalir Kunda, Parasuramer Bedi, Jiyat Kunda etc. surround the fortified city. This 3rd century archaeological site is still held to be of great sanctity by the Hindus. Every year (mid-April) and once in every 12 years (December) thousands of Hindu devotees join the bathing ceremony on the bank of river Karatoa.A visit to Mahasthangarh site museum will open up for you wide variety of antiquities, ranging from terracotta objects to gold ornaments and coins recovered from the site. Now it is one of the major tourist spots maintained by Bangladesh archeological Department.You can go to Mohasthanagar from Bogra town, 10 km. away. Don’t forget to visit Mohasthangar museum while visiting Mohasthangar. Mohasthan Buddhist Stambho is another attraction for the tourists; it is locally called as Behula’s Basar. | |
Paharpur Buddhist Monastery: | |
Paharpur Buddhist Monastery is another tourist attraction of North Bengal. Paharpur is a small village 5 km. west of Jamalganj in the greater Rajshahi district. You can go to Paharpur from Jaipur district. Its only 10 km from Jaipur.King Dharma Pal established Paharpur Buddhist Monastery in 7th century, which is the most important and the largest known monastery south of the Himalayas, | |
has been excavated. The main Mandir is in the center of this Monastery. This 7th century archaeological find covers approximately an area of 27 acres of land.The entire establishment, occupying a quadrangular court, measuring more than 900 ft. externally on each side, has high enclosure- walls about 16 ft. in thickness and from 12 ft. to 15 ft. height. With elaborate gateway complex on the north, there are 45 cells on the north and 44 in each of the other three sides with a total number of 177 rooms. The architecture of the pyramidal cruciform temples profoundly influenced by those of South-East Asia, especially Myanmar and Java.A small site-Museum built in 1956-57 houses the representative collection of objects recovered from the area, | |
where you can see the statues of Buddha and Vishnu. The excavated findings have also been preserved at the Varendra Research Museum at Rajshahi. The antiquities of the museum include terracotta plaques, images of different gods and goddesses, potteries, coins, inscriptions, ornamental bricks and other minor clay objects. | |
Kantajees Temple [Dinajpur] | |
Kantajee’s Temple is in Dinajpur district. It is the most ornate among the late medieval temples of Bangladesh is the Kantajee’s temple near Dinajpur town, which was established in the year 1722 by Ram Nath, son of Maharaja Pran Nath .The temple, a 51' square three storied edifice, rests on a slightly curved raised plinth of sandstone blocks, believed to have been quarried from the ruins of the ancient city of Bangarh near Gangharampur in West Bengal. It was originally a navaratna temple, crowned with four richly ornamental corner towers on two stores and a central one over the third stored. Unfortunately these ornate towers collapsed during an earthquake at the end of the 19th century. ln spite of this, the monument rightly claims to bathe finest extant example of its type in brick and terracotta, built by Bengali artisans. The central cells is surrounded on all sides by a covered verandah, each pierced by three entrances, which are separated by equally ornate dwarf brick pillars, Corresponding to the three delicately cusped entrances of the balcony, the sanctum has also three richly decorated arched openings on each face. | |
Every inch of the temple surface is beautifully embellished with exquisite terracotta plaques, representing flora fauna, geometric motifs, mythological scenes and an astonishing array of contemporary social scenes and favorite pastimes. The beautiful wall paints of this temple tell us the story of Ramayan-Mohabharat, Krishna-Lila and Dev-Devies. | |
Ramshagor Dighi: | |
The beautiful Ramshagor Dighi (Lake) was dug in 17th Century by Maharaja Ram Nath to solve the water problem. This is now one of the historical places as well as a tourist spot also.Shopnopuri is one of the most beautiful artificial tourist spot in North Bengal. You can go there either from Hili or from Dinajpur. There you can enjoy your full day watching this artificial beauty.You can spend night also In Shoponopuri rest house but for that you will have to book in advance. It is an idle Picnic spot also where lots of picnic parties come every year. | |
Choto Sona Mosque: | |
One of the most graceful monument of the Sultanate period is the Chhota Sona Masjid or Small Golden Mosque at Gaur in Rajshahi Built by one Wali Muhammad during the reign of Sultan Alauddin Husain Shah (1493-1519). Originally it was roofed over with 15 gold-gilded domes including the 3 Chauchala domes in the middle row, from which it derives its curious name. | |
Varendra Research Museum: | |
Situated at Rajshahi, this museum has a rich collection of objects of Mohenjodaro and also of 16th to 19th century A.D. This is devoted to the study of ancient history and culture. Its rich collections contain interesting objects of past Hindu, Buddhist and Muslim heritage. It is located at the heart of Rajshahi town and maintained by Rajshahi University authority. The year of its formal establishment is 1910 A.D. Admission is free. | |
Puthia: | |
Puthia has the largest number of historically important Hindu structures in Bangladesh. The most amazing of the village’s monuments is the Govinda Temple, which was erected between 1823 and 1895 by one of the maharanis of the Puthia estate. It’s a large square structure crowned by a set of miniature ornamental towers. It’s covered by incredibly intricate designs in terracotta depicting scenes from Hindu epics, which give it the appearance of having been draped by a huge red oriental carpet | |
The ornate Siva Temple is an imposing and excellent example of the five-spire Hindu style of temple architecture common in northern India. The ornate temple has three tapering tiers topped by four spires. It’s decorated with stone carvings and sculptural works, which unfortunately were disfigured during the War of Liberation. The village’s 16-century Jagannath Temple is one of the finest examples of a hut-shaped temple: measuring only 5m (16ft) on each side, it features a single tapering tower, which rises to a height of 10m (33ft). Its western facade is adorned with terracotta panels of geometric design. | |
Puthia is 23km (14mi) east of Rajshahi and 16km (10mi) west of Natore. |
Chittagong Division on Travel
Chittagong Division | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Subscribe to:
Posts (Atom)