রাঙামাটি :Rangamati hill tracts
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটি। কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা ছোট্ট এর জেলা শহর আর আশপাশে সর্বত্রই রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান। এখানকার জায়গাগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে। তবে বর্ষার সাজ একেবারেই অন্যরূপ।
(Chittagong, Rangamati hill district filled with natural beauty. Floating on the lake in the small town of kaptai around everywhere, and there are numerous diverse places. Dressed as different places at different times of the year. The harness is simply an incarnation of the rainy season.)
0 comments:
Post a Comment