Bangladesh Facts

Fast Facts

Population:
144,233,000
Capital:
Dhaka; 12,560,000
Area:
147,570 square kilometers (56,977 square miles)
Language:
Bangla (Bengali), English
Religion:
Muslim, Hindu
Currency:
Taka
Life Expectancy:
59
GDP per Capita:
U.S. $1,800
Literacy Percent:
43
Flag: Bangladesh
Map: Bangladesh
Bangladesh, meaning "Bengal nation," is a low-lying country formed by the alluvial plain of the Ganges-Brahmaputra river system—the largest delta in the world. The rivers' annual floods bring silt to renew farmland fertility, often creating new islands in the delta that are quickly claimed as farmland. Much of the land is barely above sea level, with the exception of hills east and south of Chittagong. The monsoon winds come in summer (June to September) and bring heavy rainfall and cyclones. Bangladesh is one of the poorest countries on Earth, and most people are subsistence farmers.
Supported by India, East Pakistan became Bangladesh in 1971 after a war of independence against Pakistan. Bangladesh has the third largest Muslim population in the world after Indonesia and Pakistan. With more than 1,000 people per square kilometer (2,600 per square mile), the country is one of the most crowded on Earth. Poverty is widespread, and almost half of all Bangladeshis live on less than $1 a day.
Rich soils yield three rice harvests a year, but major cyclones cause storm surges that smash into the delta, sweeping people, livestock, and crops from the lowlands. In 1970 a cyclone killed more than 300,000 people along the coast, and in 2007 Cyclone Sidr caused thousands of deaths along with significant damage to the country's infrastructure.
Monsoon rains also cause frequent flooding of Bangladesh's lowlands. On average, about one-third of the country floods during the rainy season. Earthquakes, droughts, and landslides also occur.
Deforestation in upper watersheds of the Ganges and Brahmaputra Rivers worsens flooding downstream. The government protects the Sundarbans mangrove forest—one of the largest in the world and home to threatened species like the Bengal tiger.
ECONOMY
  • Industry: Cotton textiles, jute, garments, tea processing
  • Agriculture: Rice, jute, tea, wheat; beef
  • Exports: Garments, jute and jute goods, leather, frozen fish and seafood
—Text From National Geographic Atlas of the World, Eighth Edition

0 comments:

বান্দরবান-নীলগিরি-থানচি-তিন্দু-রাজা পাথর-রেমাক্রি-থানচি-রিঝুক ঝরনা-রুমাবাজার-বগা লেক-চিংড়ি ঝরনা-দার্জিলিংপাড়া-কেওক্রাড়ং-পাসিংপাড়া-জাদিপাইপাড়া-জাদিপাই ঝরনা-রুমা-কাইক্ষ্যংঝিরি-নীলাচল-মেঘলা-স্বর্ণমন্দির-

  • মেঘ-কুয়াশার তিন্দু মেঘ-কুয়াশার তিন্দু
    ছবি: লেখক
  • জাদিপাই ঝরনা জাদিপাই ঝরনা
  • বগা লেকে দুরন্ত ঝাঁপ বগা লেকে দুরন্ত ঝাঁপ
  • জাদিপাইপাড়া
    জাদিপাইপাড়া
1 2 3 4 5
আমরা সবাই জানি যে পানির কোনো রং নেই। পানি যখন যেখানে থাকে, সেখানকার রং ধারণ করে। কিন্তু এই পানিই মানুষের মনে হরেক রকম রঙের বিকিরণ ছড়িয়ে দেয়। পুকুরের পানি দেখলে সবাই যেমন ক্লান্তি ভুলে ডুব দিতে ছুটে যায়, সাগরের পানি যেমন কৈশোরের দুরন্তপনা ছড়িয়ে দেয় সবার মাঝে, বৃষ্টির পানিতে একবার ভিজতে না পারলে বছরটাই যেমন অর্থহীন মনে হয়, ঠিক তেমনি হিমশীতল ঝরনার পানিতে শরীরখানা একবার ভেজানোর জন্যও মরুভূমি হয়ে থাকে বুকের উষ্ণ জমিনটুকু। আজ ঠিক তেমনি এক ঝরনার কথা শোনাব সবাইকে, যে ঝরনার পাশ দিয়ে এসে থমকে দাঁড়ায় দিনের বাতাস, যে ঝরনায় প্রবেশের জন্য আকাশসমান গাছের কাছে অনুমতি চেয়ে বেড়ায় ভোরের রোদ্দুর, যে ঝরনায় এখনো কাচের মতো স্বচ্ছ টলটলে পানি আয়না হয়ে অপেক্ষা করে নতুন কোনো বিস্ময়ে বিহ্বল চোখের জন্য, যে ঝরনা এখনো শহুরে মানুষের চোখে অদেখা এক জাদুকরি ঝরনা। নিজেকে আর সবার কাছ থেকে আড়াল করে বান্দরবানের গহিন অরণ্যে বয়ে চলা এ ঝরনাটির নাম ‘জাদিপাই ঝরনা’।
যাব কি যাব না—এমন দোলাচলের মধ্যেই আমাদের এবারের বান্দরবান যাত্রা। যাঁরা অন্তত একবার হলেও বান্দরবান গিয়েছিলেন, তাঁরা সবাই আমাকে নিরুৎসাহিত করেছেন এবারের ট্যুরের জন্য। কারণ, তাঁদের ধারণা, আমরা এবারের ট্যুর শেষ করতে পারব না। আমাদের রোডম্যাপ ছিল ঢাকা-বান্দরবান-নীলগিরি-থানচি-তিন্দু-রাজা পাথর-রেমাক্রি-থানচি-রিঝুক ঝরনা-রুমাবাজার-বগা লেক-চিংড়ি ঝরনা-দার্জিলিংপাড়া-কেওক্রাড়ং-পাসিংপাড়া-জাদিপাইপাড়া-জাদিপাই ঝরনা-রুমা-কাইক্ষ্যংঝিরি-নীলাচল-মেঘলা-স্বর্ণমন্দির-বান্দরবান-ঢাকা, সময় চার দিন। বোঝেন অবস্থা!
আমি বান্দরবান গেছি নয়বার, অসম্ভবকে সম্ভব করার কিছুটা পরিকল্পনা নিয়ে। তাই ১৩ জন সঙ্গীকে নিয়েই বেরিয়ে পড়েছিলাম গত ২২ নভেম্বর। প্রথম গন্তব্য মেঘ-কুয়াশার দেশ ‘তিন্দু’।
তিন্দু সম্পর্কে একটা বিশাল বই লিখলেও এর সৌন্দর্যের ছিটেফোঁটাও তুলে ধরা সম্ভব নয়। শুধু এতটুকু বলি, আকাশ-কুয়াশা-মেঘ-নদী-পাথর-পাহাড়-ঝরনা-বন-নীল-সবুজ পানি, পাহাড়িদের জীবন আর রহস্য-রোমাঞ্চ-ভয় সব যদি একবারে পেতে চান, তাহলে জীবনে একবার হলেও ঘুরে আসুন তিন্দু। সকালে ঘরের ভেতরে ফুঁ দিয়ে মেঘ সরিয়ে যখন দরজা খুঁজে বের করতে হয়, তখন নিজের ভাগ্যকে ধন্যবাদ দিতে হয় এ দেশটাতে জন্মানোর জন্য। বান্দরবান কন্যা তিন্দুকে ফেলে সাঙ্গু নদীর প্রকৃতিকে দুচোখে গিলতে গিলতে আমাদের চলে আসতে হলো রুমা বাজার। কারণ, জাদিপাই ঝরনায় যেতে হলে এখান দিয়েই যেতে হবে। পার হতে হবে প্রকৃতির বিস্ময় বগা লেক এবং কেওক্রাডংকে। এ দুটির মাঝে পড়ে চিংড়ি ঝরনা আর সবচেয়ে গোছানো পাহাড়িপাড়া হিসেবে পরিচিত দার্জিলিংপাড়া।
আমাদের মধ্যে সবচেয়ে মজার মানুষ ছিলেন রকি ভাই, যা-ই দেখেন তা-ই তাঁর ভালো লাগে। তিন্দুতে তাঁবুর ভেতরে মেঘ দেখেই লাফালাফি করেন, পাহাড়ের মধ্যে বগা লেকে পানি দেখে বিস্ময়ে ভিরমি খেয়ে উল্টে পড়েন আবার কেওক্রাডংয়ে পায়ের নিচে মেঘের সাগর দেখে যেন তাঁর কয়েকবার হার্ট অ্যাটাকই হয়! জাদিপাই ঝরনার পানি দেখে সেই রকি ভাইয়ের বিস্ময় যেন নিহতই হয়ে যায়! পরে সেই বিস্ময়কে আর বয়ে নিয়ে আসা হয়নি।
তবে একজনকে আমাদের বয়ে নিয়ে আসতে হয়েছিল, কেওক্রাডং থেকে নামতে গিয়ে দার্জিলিংপাড়ার কাছে পিছলে পড়ে পা মচকে যায় রিতুর, সবাই মিলে বাঁশের মাচায় করে তাকে বয়ে নিয়ে আসা হয় বগা লেক পর্যন্ত, সেখান থেকে বান্দরবান।
গাইড প্রথমে আমাদের দেখে ভ্রু কুঁচকে তাকায়, এই পুঁচকি-পাঁচকি পোলাপাইন জাদিপাই যাবে! সঙ্গে দেখি দুজন মেয়েও আছে! অবশেষে তাকে এবং সেনাবাহিনীর সদস্যদের আশ্বাস দিলাম যে আমি এর আগেও ছয়বার কেওক্রাডং গিয়েছিলাম। অবশেষে সন্দেহের মেঘ সরে গেল তাদের চেহারা থেকে, তার জায়গায় কিছুক্ষণ পরেই আমাদের মাথার ওপর উঁকি দিল বগা লেকের সাদা সাদা তুলো তুলো মেঘ, যে মেঘ আমাকে আজীবন টানে। সেখানে এক রাত থেকে পরদিন সকালে বাংলাদেশের একসময়ের সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং আরোহণ করলাম। সময় লাগল আড়াই ঘণ্টার মতো, পুরোটা পথই খুব আরামের, মাঝখানে দুটি শীতল পানির ঝরনা, একটির নাম চিংড়ি ঝরনা। বর্ষায় এই ঝরনার আশপাশে কেউ যেতে পারে না, প্রবল প্রতাপে ভাসিয়ে নেয় সামনে যা পায় তা-ই। মজার ব্যাপার হলো, এ ঝরনায় চিংড়ি মাছও পাওয়া যায়। কেওক্রাডংয়ে এখন রাতে থাকার জন্য হোটেল হয়েছে। সেখানে কাঁধের ব্যাগগুলো রেখে আমরা ১১ জন বেরিয়ে পড়লাম জাদিপাই ঝরনার উদ্দেশে। দুজন থেকে গেল রুমায়, তারা আর যাবে না। চঞ্চল খুব ভালো গান গায়, তার গান শুনতে শুনতে কেওক্রাডং থেকে নেমে গেলাম পাসিংপাড়ার দিকে। আমার দেখা সবচেয়ে খোলামেলা ও সুন্দর পাড়া হলো এই পাসিংপাড়া। এখানে এক জায়গায় দাঁড়িয়েই সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায়। লালমাটির এই পাড়া থেকে অনেক নিচে ছবির মতো দেখা যায় জাদিপাইপাড়া। পাড়ার ছেলেমেয়েদের খেলাধুলা দেখে ইচ্ছে করে সব ছেড়েছুড়ে শহুরে জীবন ফেলে ঝাঁপিয়ে পড়ি তাদের ভিড়ে। রোদ-বাতাস-বৃষ্টি-কুয়াশা সব শুধু তাদের জন্য, তাদের কোনো ব্যস্ততা নেই, অচেনা পথিকেরা হেঁটে গেলে খুব আগ্রহ নিয়ে অনেকক্ষণ চেয়ে থাকে কৌতূহলী চোখ নিয়ে, এরপর আবার লুটিয়ে পড়ে লালমাটির ধুলায়।
কেওক্রাডং থেকে শুধু নামছিই, একটানা নামতে নামতে ৪৫ মিনিট পর নিজেদের আবিষ্কার করলাম, প্রায় দুই হাজার ৫০০ ফুট নিচের সমতল মাটিতে! রাস্তা এতই খাড়া যে বারবার পিছলে যাচ্ছে পা, ব্রেক ফেল গাড়ির মতো নিয়ন্ত্রণহীনভাবে দৌড়ে যাচ্ছে একেকজন, পাশ দিয়ে সাঁই সাঁই করে চলে যাওয়ার সময় রীতিমতো ঝাঁপিয়ে পড়ে থামাতে হচ্ছে ঝরনানুুসন্ধিৎসুদের। কপালে ঘাম মুছতে মুছতে গামছা ভিজিয়ে ফেলেছে জাকি ভাই, আর শরীফ ভাই কিছুক্ষণ পরপর স্ট্যাচু অব লিবার্টির মতো বুক চিতিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, পেছনে তাঁর অথই সাগর, মেঘের সাগর। ঠিক পাহাড়ের নিচেই একটা শীতল ঝিরি, সেখানে মুখ ডুবিয়ে অপু ভাই ঘোষণা দিলেন, এটার চেয়ে সুমিষ্ট পানি আর কোথাও নেই।
হাত-মুখ ধুয়ে গলা পর্যন্ত পানি টেনে আমরা পৌঁছালাম হিজল-গর্জনের বাগানে, আমাদের ভেতরে টেনেই হিসহিস শব্দে সব কোলাহল থামাতে যেন নির্দেশ দিল কাশফুলে সাজানো মাথা খারাপ করা সবুজের এই বন। এর বিশালতায় স্তম্ভিত হয়ে চুপচাপ এগিয়ে যেতে থাকলাম পায়ে চলা সরু পথ ধরে। হঠাৎ থমকে দাঁড়াল রুবাইয়্যাৎ—আওয়াজ, শব্দ, পানি কোলাহল! উলা উলা, বুলা বুলা, ইয়াপ ইয়াপ করে সামনের দিকে পড়িমরি করে দৌড়ে গেল বাকিরা। হ্যাঁ, এটা ঝরনারই আওয়াজ, যাকে দেখতে এত দূরে ছুটে আসা, এটা সেই জাদিপাই ঝরনা।
এই ঝরনার শেষের ৩০ মিনিট নামাটা বিপজ্জনক, খাড়া পাহাড় বেয়ে গাছ ধরে ধরে নামতে হয়। কোথাও মাটি ঝুরঝুরে, কোথাও মাটি পিচ্ছিল, আবার কোথাও মাটিই নেই—একদম গাছ ধরে ঝুলে পড়া! এমন করেই নামতে নামতে পানির ঝমঝম শব্দকে ছাপিয়ে সারাটা শরীর ছমছম করে ওঠে এই ঝরনার বিশালতা দেখে। আমার দেখা সবচেয়ে বিশাল ও প্রশস্ত ঝরনা এটি। মাপামাপি ছাড়াই বলছি, প্রায় ২৫০ ফুট ওপর থেকে একাধারে পড়া পানির তিনটি ধাপে তৈরি করেছে সাতটি ছোট ছোট রংধনু, একটানা ঝমঝম শব্দ নিমেষেই ভুলিয়ে দিয়েছে যাত্রাপথের সব ক্লান্তি, মুছে দিয়েছে আবার তিন হাজার ফুট পাহাড় বেয়ে ওঠার চিন্তা। ঝরনার নিচে জমে থাকা কাচের মতো স্বচ্ছ পানিতে চঞ্চল একেকবার লাফ দিচ্ছে আর চিৎকার করে বলছে, ‘ও মাই গড, আই অ্যাম সো হট!’
আমাদের গাইড আলমগীর ভাই, যে কি না ১০০ বারের বেশি এসেছে এখানে, সে-ও আর স্থির থাকতে পারল না, জামাকাপড় খুলে নিজেকে মেলে দিল ঝরনামুখের তোপের নিচে। নিরাপদ ঝরনা এটা, কারণ পানি এখানে তিনটি ধাপে পড়ে, ফলে সরাসরি মাথায় কিছু এসে পড়ার ভয় নেই। প্রায় ঘণ্টা খানেক ধরে আমাদের চিৎকার-চেঁচামেচি শুনে লম্বা লেজ নাড়তে নাড়তে চলে এসেছে শ খানেক বানর। এত বানর আমি এর আগে কোথাও দেখিনি। নিজেদের রাজত্ব যেন হাতছাড়া না হয়, সে জন্য কতক্ষণ দাঁত কিড়মিড় করে আমাদের শাসন করল তাদের দলপতি, দুই-তিনজন হাত মুঠো করে কিলও দেখাল। লিপি আপু প্রাণিবিদ্যার ছাত্রী। তিনি ঘোষণা দিলেন অবস্থা সুবিধার নয়। তাঁর কথা শেষ হওয়ার আগেই দেখি রিতু ভেজা চুলে দৌড় দিল। আরেকটু ভালো করে খেয়াল করে দেখি, মিরান ভাই ও বাপ্পি ভাই আগেই ভেজা শরীর নিয়ে পথের প্রান্তে দৌড়ানোর জন্য রেডি, শুধু কমান্ডারের নির্দেশের অপেক্ষা। কালবিলম্ব না করে হাত তুলে নির্দেশ দিলাম, ‘মুভ।’ ঘোষণা শেষ হতেই দেখি আমি ছাড়া আর কেউই দৃষ্টিসীমার মধ্যে নেই। পড়িমরি করে আমিও দৌড় দিলাম। পেছনে বানরদের রাজত্ব ফিরে পাওয়ার উল্লাসধ্বনি শোনা যাচ্ছে। গাছে ঝুলে উঠতে উঠতে আরেকবার পেছন ফিরে তাকালাম, বাতাসের দোলায় দুলতে থাকা গাছের ফাঁকা দিয়ে হাসছে জাদুপাই ঝরনার সাদা পানি। বিশাল সবুজ বন নিজের কোলের মধ্যে পরম মমতায় আড়াল করে রেখেছে প্রকৃতির এ জাদুকে।

কীভাবে যাবেন
জাদিপাই ঝরনায় যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে বান্দরবান। ঢাকা থেকে বান্দরবানে চারটি বাস যায়। ইউনিক, শ্যামলী, এস আলম ও ডলফিন। প্রতিটি সিটের জন্য ভাড়া পড়বে ৪৩০ টাকা। বান্দরবান নেমে যেতে হবে কাইক্ষ্যংঝিরি। স্থানীয় বাসে বা চান্দের গাড়িতে করে সেখানে হেলতে-দুলতে দুই ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন। বাসভাড়া ৮০ টাকা, আর চান্দের গাড়ি রিজার্ভ গেলে পড়বে তিন হাজার ৫০০ থেকে চার হাজার ২০০ টাকা পর্যন্ত। কাইক্ষ্যংঝিরি থেকে রুমাবাজার পর্যন্ত নৌকাভাড়া জনপ্রতি ৩০ টাকা, আর রিজার্ভ গেলে এক হাজার টাকা। রুমা থেকে যেতে হবে বগা লেক পর্যন্ত। এখানে চান্দের গাড়িভাড়া দুই হাজার টাকার মতো। জাদিপাই যেতে হলে আপনাকে এই রুট ধরেই যেতে হবে। এ ক্ষেত্রে গাইড ভাড়া বাবদ খরচ পড়বে দুই হাজার ৫০০ টাকা। বগা লেকে গাড়ি থেকে নেমে পাহাড় ডিঙিয়ে উঠতে পারেন ‘সিয়াম দিদি’র হোস্টেলে, খুব ভালো আপ্যায়ন পাবেন। সেখান থেকে শুধুই হাঁটাপথ। চিংড়ি ঝরনা, দার্জিলিংপাড়া, কেওক্রাডং, পাসিংপাড়া আর জাদিপাইপাড়া পার হয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন জাদুকরি ঝরনা জাদিপাইতে। এই ঝরনায় যাওয়ার আরেকটি রাস্তা আছে, সেটি থানচি দিয়ে। সে গল্প আরেক দিন বলব।

0 comments:

North Bengal


North Bengal



Bogra:

Mahasthangarh is the oldest known city in Bangladesh, dating back to at least the 3rd century BC, and is located only 14 km from Bogra town. Today the archaeological site consists mainly of foundations and hillocks hinting at the past glory. In the Mahasthangarh Site Museum an interesting collection of recovered pieces are on display. The highlights are the statues of Hindu Gods, terracotta plaques and some bronze statues mostly found in monasteries from the Pala period.
Rajshahi
The prosperous university town of Rajshahi is famous for its sericulture (silk production). Enjoying a stroll along the mighty Padma River and watching the sunset is a favorite pastime of residents and visitors. We arrange tours of a local silk factory and the Varendra Research Museum, the oldest museum in the country. It was founded in 1910 with the support of the Maharaja of Dighapatia. The predominantly British style building has some interesting Hindu-Buddhist features. The museum has artifacts from all over the subcontinents including some rare examples from the ancient city of Mohenjodaro in Pakistan, and a great collection of local Hindu sculpture. There is also a Martyr’s Memorial Museum in Rajshahi University that is a reminder of the dreadful days of the liberation war. Among many things there are also the deed papers of surrender by Pakistani forces. A block southeast of Rajshahi Government College, on a high bank of Padma River, is a historic structure known as Baro Kuthi. It is one of the last remaining examples of the Indigo Factories (Neel Kuthi) that once flourished in the region. The place has apparently been the reminder of countless crimes during the British rule. Besides, a number of buildings from the Raj era are situated in Rajshahi town, now converted into colleges and schools.
Natore
One hours drive from Rajshahi or a one and a half hours drive from Bogra is the small town of Natore. Here you can visit the elegant Natore Rajbari with its fanciful gardens and temple-hemmed ponds, and the government building called Uttara Gano Bhaban, previouslu known as Dighapatia Palace. The building was once the palace of the Maharaja of Dighapatia, the region’s governor. Now it serves as the president’s official residences. Situated 3km north of town, off the road to Bogra, the beautifully maintained complex occupies about 15 hectares of land. The magnificent Natore Rajbari is a series of seven rajbaris, four of which remain largely intact. Natore Rajbari is at the Northern edge of the town. Combined with Puthia, Natore is an enchanting day trip from either Rajshahi or Bogra.
Puthia
On the way from Rajshahi to Natore is the delightful little village of Puthia. It has the largest number of historically important Hindu structures in Bangladesh and one of the country’s finest old Rajbaris. The Shiva Temple is the largest Hindu temple in Bangladesh, while the Govinda Temple in the Rajbari courtyard is decorated with intricate terracotta designs. This charming town should not be missed.
Chapai Nawabgonj/Gaud
A site of great historical importance, Gaud has more mosques than any area in Bangladesh except Bagerhaat. It is more than 100 km west of Rajshahi right on the western border of Bangladesh. Some of its sights are in Bangladesh and some in India. The superbly decorated Chhota Sona Masjid (Small Golden Mosque) is only one of the many historic mosques in this area. Built between 1493 and 1526, the well-preserved mosque is actually jet black with patches of terracotta brick work. It is a fine specimen of pre-mughal architecture, the chief attraction the superb decoration carved on the black-stone walls, both on the inner and the other sides.
Paharpur
Dating from the 8th century AD, the Somapuri Vihara at Paharpur was once the largest Buddhist monastery in the south of the Himalayas. It is considered the most impressive and important archaeological site in Bangladesh. It is in the shape of a large quadrangle covering 11 hectares, with monks’ cells making up the walls and enclosing a courtyard. The 20m high remains of a stupa rise from the centre of the courtyard. Paharpur village is located in Jaipurhat. It takes about 2 hours to drive from Bogra to Paharpur.
Dinajpur
The Dinajpur Rajbari (18th century) with its adjoining Krishna temple is one of the most picturesque historic buildings in North Bengal. It is located about 4 km northeast of central Dinajpur.
The Kantajees Temple (also known as Kantanagar Temple) is the most spectacular Hindu temple and one of the most beautiful monuments in Bangladesh. Decorated with infinite panels of intricately sculpted terracotta plaques, this is the county’s finest example of terracotta style and should not be missed. It was built in 1752 by Pran Nath, a renowned maharaja from Dinajpur.
The largest man-made pond of Ramsagar invites visitors from far and near. In winter huge numbers of migratory birds visit the Ramsagar National Park.
Rangpur
Rangpur is home to several public buildings of the Raj era, including the Carmichael College and Tajhat Palace. Here you can also meet members of the Kochi ethnic group, an Indo-Tibetan people related to the plains tribes of Assam.
Tajhat palace is one of the finest rajbaris in Bangladesh. It is similar to Ahsan Manzil in Dhaka. During the period of 1982-1991 the palace was used by the High Court Division of Bangladesh Supreme court. Now it is converted into a museum with old manuscripts and findings from Paharpur and Mahasthangarh.
1 km south of Tajhat palace is the “Kali Mondir” or Kali temple. This delightful architectural folly of Kali Temple is modeled on a Florentine dome.
Carmichael College is one of the largest in the country in terms of both area and student enrolment. Situated in the outskirts of the town, the college was established in 1916. Similar to Curzon Hall of Dhaka University and with a frontage of about 100m, it is a great fusion of classical British and Mughal architecture.
For More Information Please Contact Us

0 comments:

ভয়াল সুন্দর সুন্দরবন

ভয়াল সুন্দর সুন্দরবন

Sundarbans the mystic mangrove forest in Bangladesh
মুস্তাফিজুর রহমান
এই ভোরে কী যে ঠাণ্ডা লাগে, হাড় পর্যন্ত জুড়িয়ে যায়। একটু পরই হাঁটুসমান কাদাপানিতে নামতে হবে ভেবেই কি তোমার উপর শীত আরো জেঁকে বসছে? ট্যুর কোম্পানির পাতলা চাদরটা অনেক আপন ভেবে আরেকটু জড়িয়ে নিলেও তরুণ ফটোগ্রাফারদের জ্বালায় একটু দেরি করে উঠবে সে উপায় তো নেই, দরজায় টোকা “বস্‌, ছয়টা বেজে গেছে”, গলাটা আখলাসের, ওকে চেনো? হাওড় অঞ্চলের মানুষ এখন সিলেটে স্থায়ী, ওর ঝুলিতে ছবি সংক্রান্ত আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যার হিসাব সে নিজেও জানে না। আস্তেধীরে উঠে আসো, গলায় মাফলার জড়িয়ে দরজার সামনের দুই ফুট খোলা প্যাসেজে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নাও, মন জুড়িয়ে যাবে। এখানে দাঁড়িয়ে সামনে তাকাও, বুঝতে পারবে ভাটায় পানি প্রায় পাঁচ ফুট নেমে গেছে, পাশে আমাদের লঞ্চের সাথে বাঁধা ইঞ্জিনবোটের ভেজা ছাদে দেখো ইতোমধ্যেই বসে গেছে কয়েকজন, মাহবুব আর মফিজ ভাইকে দেখো সাবধানে বোটে পা রাখছে, আবার না পিছলে যায়!
সিঁড়ি বেয়ে নিচে নামতে মাথা ঝিমঝিম করছে? কিছু না, গতরাতে দেড়টা পর্যন্ত খোলা ছাদে বসে আড্ডা মারার ফল। আচ্ছা, আড্ডার বিষয় মনে আসছে না কেন? শেষ কবে এমন আড্ডা হয়েছিলো তা কি মনে করতে পারবে? আমি জানি পারবে না। ঢাকার জীবনে আড্ডার কথা মনে থাকে না, তবে আমি বলে দিলাম নাগরিক কোলাহলের বাইরে সুন্দরবনে কাটানো এই কয়টা দিনের কথা আজীবন মনে থাকবে তোমার। বোটে ওঠার মুখেই ফ্লাক্সে গরম চা দেখে এক কাপ হাতে নেবার ইচ্ছা থাকলেও সাবধান, একটু আগেই লীলেনদাকে বলতে শুনেছি “শালারা চায়ে চিনির বদলে লবণ দিয়েছে”।
তোমার আর চা খাওয়া হবে না। এই যে তোমার হাতে বিস্কিট ধরিয়ে গেল ওর নাম রাশেদ, কুটকুট করে দুটো বিস্কিট শেষ হতে না হতেই দেখো নৌকা ভরে উঠছে, ভেজা ছাদে এক এক করে আসন পেরে বসছে তুষার, শাওন, অরূপ, জিলাল, আলমগীর, সাদিক সবাই। আমার জন্য প্লাস্টিকের চেয়ার আসাতে হাসি পাচ্ছে তোমার, তাতে কী? দেখো সে চেয়ার নিয়ে অবলীলায় আমি বসে যাচ্ছি নৌকার একদম সামনের দিকে।
Shrubs in low tide
লঞ্চের আড়াল থেকে নৌকা সামনে চলে এসেছে। সামনের দিকে তাকাও, কুয়াশা ভেসে বেড়াচ্ছে নদীর উপর, শীতের ভোরে গ্রামে খোলা চুলায় রান্না বসালে যেমন ধোঁয়া আসে ঠিক তেমনি ধোঁয়া উঠছে পানি থেকে, ভাটার নদী এখানে এখন ৫০ হাত চওড়া হবে কিংবা একটু বেশি, দৃষ্টি এখানে বেশিদূর পাবে না, কিন্তু চোখ মেলে দেখো রঙ আর ছায়ার কী অপরূপ খেলা, নদীর পানি, দুপাশের কালচে কাদা তারপর সবুজ হলুদ বন, সবই কেমন নীলাভ মায়াবী আলোয় মিশে আছে, একশ হাত দূরে সবই দেখো নীল হয়ে আছে আর তারপর থেকে কী অদ্ভুতভাবে সবই হয় সাদা না হয় কালো।
20101226-_Q8X0297-1
খুব ছবি তুলতে ইচ্ছা করছে তাইনা? তাহলে ডান দিকে তাকিয়ে বসো, নৌকা এখন ডান পাড় ঘেঁষে যাচ্ছে। চিকন রুপালি নদী, নৌকা থেকে দশ হাত দূরে মাটি দেখা যায়, এই কাদা, মাটি আর পানির মিলনরেখায় বক খাবার খুঁজছে, ছবি তুলবে? থাক বরঞ্চ আরেকটু উজানে তাকাও, বিশাল পাখিটা দেখতে পারছো না? তুমি বরং এদের লম্বা সাদা লেন্স বরাবর তাকাও, হ্যাঁ হ্যাঁ এটা, এটার নাম মদনটাক, আস্তেধীরেই তোলো, ক্ষুধার্ত পাখি সহজেই উড়ে যাবে না। এই ফাঁকে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, সুন্দরবনের জীববৈচিত্র দেখার সবচাইতে ভালো সময় ভোরবেলা যখন ভাটা থাকে। সবাই তখন খাল নদীর কাছাকাছি চলে আসে খাবারের খোঁজে, পানি বাড়তে থাকলে, বেলা বাড়তে থাকলে আস্তে আস্তে ভেতরে চলে যায়। আরে ঐদিকে দেখো সব ক্যামেরা একসাথে ক্লিক ক্লিক করে উঠছে, দেখতে পাচ্ছো? হুঁ হুঁ আমিও পারছি, একটা, দুইটা, তিনটা, আরে আরে একটু ভেতরে তাকিয়ে দেখো অগুনতি হরিণ, সাথে বানর, কেওড়া ফলে নাস্তা সারছে। খেয়াল করে দেখো ঘাড় ঘুরিয়ে আমাদের দেখলেও সরে যাচ্ছে না ভয়ে।
20101224-_Q8X0064-1
আমরা পশ্চিমে এগুচ্ছি, একটু পরই সামনে যে বাঁকটা দেখা যাচ্ছে সেখান থেকে ডান দিক দিয়ে ইউটার্ন নিয়ে আবার পুবে চলে আসবো। দেখো দেখো বাঁকটা তো অসম্ভব সুন্দর, পেছন থেকে সূর্যের আলো পরে বাম দিকের গাছ গুলো ঝিকিমিকি করছে, তাই না? কী বললে? গাছের নাম? ও হ্যাঁ, এগুলো “কেওড়া”, নিচের ছোটোগুলো “গরান”, সামনের ঝিলিক দেয়া গাছটা সম্ভবত “জানা”, আর এই যে বিশাল সাইজের ঝুমকার মত ফল ঝুলে আছে এটা গোলপাতা। আর ঐটা, হুম, শোন, আমরা এখন নিষিদ্ধ এলাকায়, বাঘের অভয়ারণ্য এটা, সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এখানে, তারই সাবধাবাণী দিয়ে সাইনবোর্ড। তার সামনে দেখো গরান গাছের ফাঁকে পতাকা ঝুলে আছে একটা, হ্যাঁ, ছেঁড়া লুঙ্গি দিয়ে বানানো পতাকা, বাঘ যেখান থেকে কোনো মানুষ ধরে নিয়ে যায় তারই আশেপাশে উঁচু ডালে সেই হতভাগ্যের সঙ্গীসাথীরা একটা কিছু ঝুলিয়ে রাখে অন্যদের সাবধান করার জন্য। বিশ্বাস হচ্ছে না তোমার, তাই না? একটু সামনে বায়ে তাকাও, গরান গাছের গোড়া থেকে পানি পর্যন্ত কাদায় ফুটখানেক চওড়া দাগটা খেয়াল করো, এই ভাটাতেই একটা বাঘ এখান দিয়ে খাল পেরিয়ে ওপারে গিয়েছে, এবারে ডানে তাকাও, ঠিক এই দাগটা বরাবর উল্টোদিকে দেখো বাঘ লাফিয়ে পানি থেকে ডাঙায় ওঠার চিহ্ন রেখে গেছে। আর এই ঝনাৎ শব্দ? আমাদের গার্ড মজিদ আর সুমন তাদের রাইফেল ঝাঁকিয়ে নিলো নিষিদ্ধ এলাকায় প্রবেশের সতর্কতা হিসাবে।
20101226-_Q8X0313-1
ভয় ভয় লাগছে তোমার বুঝতে পারছি, কিন্তু পাড় ঘেঁষে ঐ ছোটো নৌকার দিকে তাকাও, দুজন মানুষ কাদায় একের পর এক বাক্স বসিয়ে যাচ্ছে, এগুলো কাঁকড়া ধরার ফাঁদ, এক ভাটায় বসিয়ে আরেক ভাটায় তুলে নিবে। জোয়ারে ভেসে আসা কাঁকড়া খাবারের লোভে আটকা পড়বে খাঁচায়, ওরা ধরে ধরে জমাবে নৌকার খোলের ভেতর, ৩/৪ দিন পর পর মহাজনের ইঞ্জিন নৌকা এসে কাঁকড়া নিয়ে যাবে বিনিময়ে মিলবে এদের খাবার। ওরা থেকে যাবে সুন্দরবনে। আত্মরক্ষার জন্য ওদের সম্বল কেবল ইঞ্চি ন’য়েক লম্বা দা। আশ্চর্য হচ্ছো তাইনা, নৌকা কাছে আসুক বুঝতে পারবে কতটুকু গরিব হলে মানুষ এরকম বিপদসংকুল পেশা বেছে নেয়? দুই তিন প্রস্থ গরম কাপড় জড়িয়েও যেখানে ঠাণ্ডা লাগছে তোমার সেখানে দেখো একজন রীতিমত হাঁপাচ্ছে, হাঁপানি আছে নিশ্চয়ই, এই ঠাণ্ডাতে আরো বেড়েছে মনে হয়। পাশের খাকি প্যান্ট পরা লোকটার কথা বলছো? না, সে ফরেস্টের কোন গার্ড না, হয়ত তাদের ফেলে দেয়া পোশাক পরনে, খেয়াল করো সেই প্যান্টের চেইন নেই, বোতাম নেই, একটা চিকন দড়ি দিয়ে কোমরের সাথে বাঁধা, আমাদের দেখে ছেড়া গেঞ্জি টেনে নিচে ঢেকে দেবার কী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে!
20101226-_Q8X0320-1
তুমি জানতে চাইলে আমরা কোথায় যাচ্ছি। আসলে কোথাও যাচ্ছি না আমরা। রাতে আমাদের লঞ্চ যেখানে নোঙর করেছিলো তার ডান দিকের যে বন তার চারদিকেই নদী কিংবা খাল। একটা বৃত্তের মত নৌকায় সে নদী খাল ঘুরে আমাদের নোঙর করা জায়গাটার উল্টোদিকে কাদায় নামবো আমরা, সেখান থেকে সোজা বনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আবার এপারে চলে আসবো। এ নিষিদ্ধ এলাকায় এভাবে ঘোরার রোমাঞ্চ নিশ্চয় টের পাচ্ছো এখন, তুমি আরো রোমাঞ্চিত হবে শুনলে যে আমাদের গাইড কিংবা গার্ড কিংবা ফটোগ্রাফারদের কেউই এ রাস্তা চেনে না, শুধু আমি ছাড়া। এই ভোরে আধো আলো আঁধারিতে একবার পথ হারালে বিপদ, সারাদিন ঘুরতে হবে খালে খালে। ঐ যে সামনে শুকনো খাড়িমতন দেখা যাচ্ছে, নৌকা আমাদের সেখানে নামিয়ে ফিরে যাবে। ঐদিক দিয়েই ভেতরে ঢুকবো আমরা।
সাবধানে নেমে এসো। কাদা যদি হাঁটুর উপরে উঠে যায় খবরদার সামনে এগুনোর চেষ্টা করবে না, যতই চেষ্টা করবে দেখবে আস্তে আস্তে দেবে যাচ্ছে পা। হাঁটু দেবে গেলে কাদায় জোর চলে না। আর খেয়াল করে পা ফেলবে, এখানকার কাদা পিচ্ছিল, একবার পিছলে গেলে বিপদ, নির্ঘাত নিচ থেকে বর্শার মতন উঠে আসা শুলে ক্ষতবিক্ষত হতে হবে। দৃষ্টি রাখবে নিচুতে, প্রতি ইঞ্চিতে এখানে বিপদ, সাধারণ নিরীহ শুকনো পাতার নিচেই পড়ে আছে বিষাক্ত কাঁটা। ঠিক আছে এই লাঠিটা হাতে রাখতে পারো, তাতে ভর দিয়ে হাঁটতে সুবিধা হবে তোমার। কাদা পেরিয়ে সবার নেমে আসার অপেক্ষায় একটু দাঁড়াও, একসাথে ঢুকবো আমরা, এক লাইনে, কাছাকাছি থাকার চেষ্টা করবে সবার।
নিশ্চয়ই তোমার এবারকার প্রশ্ন হবে কেনো এলাম আমরা এখানে। এর উত্তর পাবে একটু পরই, সামনের ছোটো ছোটো গাছগুলো সরে যেতে দাও, এবারে একটু এপাশে এসো, তাকাও সামনের দিকে, চোখ মেলে দেখো কী অপার্থিব সৌন্দর্য চারদিকে, এ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, পৃথিবীতে এমন সৌন্দর্যমণ্ডিত জায়গা কেউ দেখেছে বলেও জানি না। চুপ করে বসে থাকো, মন খুলে গান গাও কিংবা আলতো পা ফেলে ঘুরে বেড়াও। এ স্মৃতি রয়ে যাবে আজীবন, একদিন বয়স হলে পরবর্তী বংশধরদের কাছে আসর জমিয়ে গল্প করতে পারবে এ ভয়াল সৌন্দর্যের। যাই করো শুধু একটি কথাই ভুলে যেয়ো না তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক তার পাশেই রয়েল বেঙ্গল টাইগার হেঁটে যাবার টাটকা ছাপ দেখা যায়।.......................................................

1 comments:

Bondhon-Arnob. HD

0 comments:

Bangladesh ARMY


0 comments:

Travel Information

Travel Information
PLACES OF TOURIST ATTRACTIONS IN BANGLADESH
DHAKA
...the capital the capital of Bangladesh is Dhaka with its exciting history and rich culture, known the world over as the city of mosques and muslin; it has attracted travelers from far and nearer throughout in all the ages. It has a history dating back to earliest time. But the exact date of its foundation is not known. However, according to recorded history it was founded in 1608 A.D. as the seat of the imperial Mughal Viceroy of Bengal. Dhaka as the capital of Bangladesh has grown into a busy city of about seven million people with an area of about 815 sq. km. Having a happy blending of old and new architectural trends, Dhaka has been developing fast as a modern city and is throbbing with activities in all spheres of life. It is the centre of industrial commercial, cultural, educational and political activities for Bangladesh. At Tongi, Tejgaon, Demra, Pagla, kanchpur, the industrial establishments turn - out daily necessities. Motijheel is the main commercial area of the city. Dhaka's major waterfront Sadarghat is on the bank of the river Buriganga and is crowded with all kinds of river craft, batches, country boats, motor launches, paddle-steamers, fishermen's boats all bustling with activity. Colourful rickshaws (tricycle) on the city streets are common attractions for the visitors. Some of the outstanding tourist attractions of Dhaka are: Mosque: Seven domed Mosque (17th century), Rose Garden (Rajbari), Atia Mosque (Mugal Element), Baitul Mukarram National Mosque, Star Mosque (18th century). Hindu Temples: Dhakashwari Temple (11th Century), Ramkrishna Mission. Churches : Armenian Church (1781). St. Mary's Cathedral at Ramna, Church of Bangladesh or former St Thomas Cathedral Church (1677) at Tejgaon. Lalbagh Fort : It was built in 1687 A.D., by Prince Mohammad Azam, son of Mughal emperor Aurangazeb. The fort was the scene of bloody battle during the first war of independence (1857) when 260 sepoys stationed here backed by the people revolted against British forces. Outstanding among the monuments of the Lalbagh Fort are the tomb of Pari Bibi (Fairy lady), Lalbagh Mosque, audience hall and Hammam of Nawan Shaista Khan now housing a museum. 1857 Memorial (Bhahudar Shah Park): Built to commemorate the martyrs of the first liberation war (1857 - 59) against British rule. It was here that the revolting sepoys and their civil compatriots were publicly hanged. Ahsan Manzil Museum: On the bank of river Buriganga in Dhaka the pink majestic Ahsan Manzil has been renovated and turned into a museum recently. It is an example of the nations rich cultural heritage. It was the home of the Nawab of Dhaka and a silent spectator to many events. Today's renovated Ahsan Manzil is a monument of immense historical beauty. It has 31 rooms with a huge dome atop which can be seen from miles around. It now has 23 galleries in 31 rooms displaying portraits, furniture and household articles and utensils used by the Nawab. Curzon Hall: Beautiful architectural building named after Lord Curzon. It now houses the Science Faculty of Dhaka University. Old High Court Building: Originally built as the residence of the British Governor. It illustrates a happy blend of European and Mughal architecture. Dhaka Zoo: Popularly known as Mirpur Zoo. Colourful and attractive collections of different local and foreign species of animals and birds including the majestic Royal Bengal Tiger are available here. National Museum: Centrally located, the museum contains a large number of interesting collections including sculptures and paintings of the Hindu, Buddhist and Muslim periods. Botanical Garden: Built on an area of 205 acres of land at Mirpur and adjacent to Dhaka zoo. One can have a look at the zoo and the botanical garden in one trip. National Park: Situated at Rejendrapur, 40km. north of Dhaka city. This is a vast (1,600 acres), national recreational forest with facilities for picnic & rowing etc. Central Shahid Minar: Symbol of Bangladesh nationalism. This monument was built to commemorate the martyrs of the historic Language Movement of 1952. Hundred and thousands of people with floral wreaths & bouquet gather on 21 February every year to pay respect in a solemn atmosphere. Celebrations begin at zero hour of midnight. Buddhist Monastery: Kamalapur Buddhist Monastry. National Poet's Graveyard: Revalutionary poet Kazi Nazrul Islam diend on the 26 th August 1978 and was buried here. The graveyard is adjacent to the Dhaka University. Suhrawardy Uddyan (Garden): Popular Park. The oath for independence of Bangladesh was taken here on the 7th March 1971. The place is famous for its lush verdure and gentle breezes. Mausoleum of National Leaders: Location at the south western corner of Suhrawardy Uddyan, it is the eternal resting place of three great national leaders, Shree - Bangla A.K. Fazlul Haque, Hossain Shahid Suhrawardy and Khawja Nazimmuddin. Banga Bhaban: The official residence of the President, located in the city. One can have a outside view. Baldha Garden: It has a rare collection of botanical plants and flowers. Ramna Green: A vast stretch of green garden surrounded by a serpentine lake near the Sheraton Hotel. National Assembly: Jatiya Sangsad Bhaban (Parliament House) at Shere e Bengla Nagar, designed by the famous architect Louis, Kahn, has distinctive architectural features. It may be called an architectural wonder of this region. Science Museum: Located at Agargaon, the Museum is a modern learning centre related to the latest scientific discoveries. National Memorial: Located at Savar, 35 km. from Dhaka city. The memorial designed by architect Moinul Hossain, sacred memory of the millions of unknown martyrs of the 1971 war of liberation. Sonargaon: About 29 km. from Dhaka. Sonargaon is one of the oldest capital of Bengal. A Folk Art and Crafts Museum has been established here. Other attractions in and around Dhaka include the institute of Arts and Crafts with its representative collection of folk art and paintings, handicraft shops, Aparajeya Bangla monument, picnic spots at Chandra and Salna, industrial estates of Tongi, Narayanganj Demra, Tejgaon: cruising by country boat in the nearby river or a visit to a village to see jute cultivation, weaving and pottery making. Last but not least travel by a horse driven cart or rickshaw along busy Dhaka streets is a rewarding experience. Sight seeing tours: TRAVEL BANGLADESH (TRAVELBD) offers conducted sight - seeing tours form its tourist information centre TRAVEL BANGLADESH (TRAVELBD). River cursing: Day long attractive river cursing is organized in Dhaka by TRAVEL BANGLADESH (TRAVELBD) during tourist season. For bookings one may contact the Tourist information centers in Dhaka or Manager (Tours) TRAVELBD Head Office  Web site URL: www.travelbd.com ,email: info@travelbd.com
CHITTAGONG - GATEWAY TO THE BAY OF BENGAL

With a picturesque hinterland of large hill forests and lakes. Chittagong is a good vacation spot. It is the second largest city of Bangladesh and a busy of Bangladesh and a busy international sea port. Its green hills and forests, broad sandy beaches and fine cool climate always attract holiday makers. It combines the hump of a restless seaport with the pleasure of a charming hill town with its undulating topography. Chittagong is the country's chief port and is the main site for the establishment of heavy, medium and light industries. Bangladesh's only steel mill and oil refinery are also located here. Chittagong is connected with Dhaka by rail, road, air and water. It is also connected with Cox's Bazar and Calcutta by Air.


1. Places of Interest: Sharine of Byazid Bostami : This holy shrine attracts a large number of visitors and pilgrims. At its base there is a large tank with several hundred tortoises floating in the water.


2. World War II Cemetery: In this well preserved cemetery at a quiet and picturesque place lie buried over 700 soldiers from Commonwealth countries and Japan. Source: www.travelbd.com


3.Foy's Lake: Set amidst panoramic surroundings, this ideal sport for outings and picnics is thronged by thousands of visitors.


4. Ethnological Museum: A unique treasure house of variety of tribal culture and heritage of Bangladesh.


5. Court Building: Situated on the Fairy Hill, this building commands a magnificent bird's eye view of Chittagong city particularly at night. Day long attractive sightseeing is organized in Chittagong by TRAVEL BANGLADESH (TRAVELBD) during tourist season. For bookings one may contact the Tourist information centers in Dhaka or Manager (Tours) TRAVELBD Web site URL: www.travelbd.com, email: info@travelbd.com

NATORE PLACE OF DIGHPATIYA RAJBARI
About 40km. from Rajshahi by road is Natore, an old seat of Maharajas with a beautiful palace, now serving as the Uttara Ganabhaban (President's Official residence of the northern region). It was residence of the Dighapatiya Raj. It is situated amid well kept ground surrounded by a fine moat. The buildings are modern. They include a well equipped guest house, an imposing gateway and a fine garden decorated with statues of white marble. *Guided Tours in Natore TRAVEL BANGLADESH (TRAVELBD) arranges guided package tours for groups of 2 to 8 and above from Dhaka to Natore. For details please contact: TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office email: info@travelbd.com , web site URL: www.travelbd.com


PAHARPUR - THE LARGEST BUDDHIST SEAT OF LEARNING

Paharpur is a small village 5 km. west of Jamalganj in the greater Rajshahi district where the remains of the most important and the largest known monastery south of the Himalayas has been excavated. This 7th century archaeological find covers approximately an area of 27 acres of land. The entire establishment, occupying a quadrangular cout, measuring more than 900 ft. and from 12 ft. to 15th. in height. With elaborate gateway complex on the north there are 45 cells on the north and 44 in each of the other three sides with a total number of 177 rooms. The architecture of the pyramidal cruciform temple is profoundly influenced by those of South - East Asia, especially Myanmar and Java. It had taken its name from a high mound, which looked like pahar or hillock. A site museum built recently houses the representative collection of objects recovered from the area. The excavated findings have also been preserved at the Varendra Research Museum at Rajshahi. The antiquities of the museum include terra-cotta plaques, images of different goods and goddesses, potteries, coin inscriptions, ornamental bricks and other minor clay objects. Interest tourists may avail "Palace & Archeological Tour Dhaka - Natore - Rajshahi- paharpur - Mahasthangarh - Bogra - Natore - Dhaka" offered by TRAVEL BANGLADESH (TRAVELBD) to visit most of the interesting places in the northern Bangladesh. For details please contact Manager (Tours), TRAVELBD Head Office email: info@travelbd.com , web site URL: www.travelbd.com

DINAJPUR - OLD ORNAMENTAL TEMPLE TOWN
The northern most district of the country, offers a number of attractions to the visitors. The Ransagar (great sea) lake with rest houses is a good picnic spot having facilities for fishing and rowing in a serene and quiet green countryside atmosphere. Kantanager temple, the most ornate among the late medieval temples of Bangladesh is situated near Dinajpur town. It was build by Maharaja Pran Nath in 1752 A.D. Every inch of the temple surface is beautifully embellished with exquisite terra-cotta plaques, representing flora, fauna, geometric motifis, mythological scenes and an astonishing array to contemporary social scenes and favourite pastimes. The Maharaja's palace with relics of the past centuries and local museum are worth a visit. *Guided Tours in Dinajpur TRAVEL BANGLADESH (TRAVELBD) arranges guided package tours for groups of 2 to 8 and above from Dhaka to Dinajpur. For details please contact: TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office email: info@travelbd.com , web site URL: www.travelbd.com

MYMENSINGH - THE HEART OF BENGAL'S FOLKLORE
From the foot of the Garo Hills in the north down to the plains of Dhaka in the south lies greater Mymensingh. Along the northern frontier of the district there are many aboriginal tribes such as Garos, Hajongs and Kochis who are ethnically quiet distinct from the people around them. Mymensingh has earned a notable position in Bengali literature as the birth place or rich folklores and folk songs. On the road from Dhaka to mymensing there is a national park and game sanctuary at Madhupur about 160 km. from Dhaka. There are a number of reserve forests in the area with rest houses and picnic spots. World famous painter Zainul Abedin's Art Gallery at Mymensingh carries the boyhood memories of national poet Kazi Nazrul Islam. Other places of tourist interest include the following:

1. Shilaidaha Kuthibari Carries memory of the Nobel laureate poet Rabindranath Tagore who made frequent visits to this place and used to stay in connection with the administration of his jamindari and enriched Bengali literature through his writings during that time. It is located at a distance of about 20 km. from Kushita town.


2. Shahjadpur kuthibari About 75 km. from Pabna town, it is also a historical place connected with the frequent visits of poet Rabindranath Tagore.


3. Sagardari Birth place of modern Bengali poet Michael Madhusudhan Datta who first introduced sonnet in Bengali poetry. Located at a distance of about 90 km. from Jessore town.


4. Meherpur Memorial Located at a distance of about 7 km. from the town of Meherpur. First provisional revolutionary Government of Bangladesh was declared here on 14 April during the liberation war in 1971. A monument has been built to commemorate this occasion.



PARK/SANCTUARIES


1. Baldha Garden Unique creation of the late Narendra Narayan Roy, the landlord of Baldha. Year of establishment was 1904. Located in Wari area of Dhaka city (opposite Christian Cemetery), the garden with its rich collection of indigenous and exotic plants is one of the most exciting attraction for naturalists and tourists. Dividend into two units: `Psyche' meanings the mother goddess of nature, the garden house about 1500 plants and trees covering 672 species and 87 families. Many of them are rare plants procured from about 50 different countries of the world. Papyrus, Amazou Lily, Victoria Regia, Camelias (Camellia japonica) Ashoke tree, Baobab (Adansonia digital) Century flower plant (Fureraea gigantea), Canyehor and Sugar palm of Philippines are some of the rare collections. A lovely lily pond inside the `Psyche' and a sun dial are worth visiting. The tombs of the founder and his son are located within `Cybele'. Visit both the twins for rewarding experience. Open: Saturday- Thursday 9:00 am - 5:00 pm Friday closed. Entrance fee Ta. 2.00.


2. National Botanical Garden Located at Mirpur, near the Dhaka Zoo. Spread over an area of 205 acres of land. It has a collection of nearly 100 species of local and foreign plants. Outstanding attractions are 100 varieties of roses in the rose corner, 100 varieties of bamboos in the bamboo grove, varieties of sandal wood and an old banyan tree. A quiet place out of the main city to meet the nature. Open: Saturday - Thursday, 9:00 am. - 5:00 pm.


3. Dhaka Zoological Gardens Popularly known as Mirpur Zoo and located at a distance of about 16 km. from the Dhaka city centre. Establiushed on 230 acres of land. It has nearly 1400 animals and birds belonging to 124 species latest addition being the Kangaroo and Tapir. Busy enclosures are those of lions, Royal Bengal Tiger, Panthers, Deers, Monkeys, Chimpanzees, Pythons, Crocodiles, Elephants, colourful birds and other animals. A zoological museum with stuffed animals and birds is rich in collection. Angling and picnic facilities available inside the zoo besides Kiosks and restaurants. Open: Daily : 8.00 a.m.- 6.00 p.m. Entrance Fee: Adult Ta. 2.00 Children. Ta 1.00 and foreigners Ta. 5.00.


4. National Park Situated at Bhawal, 40km, north of Dhaka Trishal - Mymensingh Highway. An ideal spot for visitors, artists, photographers, omithologists and tourists. A vast (16,000 acres) national recreational forest. Main flora is Garjan (Assam Sal) and fauna includes small tigers, leopards, foxes, pythons, lizards and many local birds. A 1000 metre long meandering man made lake having angling and rowing facilities, the flower gardens inside are added attraction to natural beauty. Mere walking or lazing under the shade of trees is pleasant. 20 picnic spots., 6 rest houses of the forest department with comfortable bed and modern amenities are available inside the national park. Prior premission/booking may be obtained from the Divisional Forest Officer.


MUSEUMS


1. National Museums Established as Dhaka Museum in 1913. It has been renamed as the National Museum and was shifted to its new building at shahbag in 1983. It is a four storied building and has forty galleries under four departments, namely (1) Natural History, (2) History and Classical Art, (3) Ethnography and Decorative Art and (4) Contemporary art and world civilization. The museum contains a large number of interesting collection including sculptures and paintings of the Buddhist and Muslim periods. It also has a rich collection of old coins, metal images, books on art, ivory and silver filigree works, textiles including the world famous muslim fabric embroidered quilt (Nakshi Kantha), arms and ammunitions of the bygone warriors, varieties of fine handicrafts and models of the village and town life, contemporary paintings and sculptures. Above all, the valuable articles of the heroic liberation war of Bangladesh are also there. Open: Saturday - Wednesday 10.00 am - 7.00 pm. Thursday: closed. Entrance Fee: TK. 5.00. For Visit you may contact TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office email: info@travelbd.com web site URL: www.travelbd.com


2. Folk Art Museum The Folk Art Museum was established in 1975 to fulfill the dream of the celebrated painter Shilpacharya Zainul Abedin. The Museum has a very rich collection of folk objects of different materials and forms of aesthetic and utilitarian values. These undoubtedly reflect the sentiments, impulse, temperament, moods, idiosyncracy skill and expertise of the artists and artisans. It is a national traditional art heritage of Bangladesh, exhibiting objects of exceptional design and skill. Open: Saturday - Wednesday 9.00 am. 5.00 pm. closed Thursday, Friday & Govt, Holidays. For Visit you may contact TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office email: info@travelbd.com web site URL: www.travelbd.com


3. Ethnological Museum The ethnological museum at Chittagong stands as a milestone in our national progress. It is a place where ample facilities have been provided to carry out enthnologiczal research. This museum is recognised as one of the best specialised museum is recognised as one of the best specialised museums in south east asia. It houses objects of 12 different tribes of Bangladesh and also of many tribes of Australia, India and Pakistan. Entrance fee : Adult Ta 1.00 and children Ta. 0.50.


4. Archaeological Museums Every place of archaeological importance houses a small archaeological museum i.e. at Lalbagh Fort, Mahasthangarh, Paharpur, and Mainamati. Admission fee to these museums is adult Tk. 10 and children Tk.5. For Visit you may contact TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office

email: info@travelbd.com web site URL: www.travelbd.com

5. Varendra Museum Situated at Rajshahi. This museum has a rich collection of objects of Mohenjodaro and also of 16th to 19th century A.D. This is devoted to the study of ancient history an culture. Its rich collections contain interesting objects of past Hindu, Buddhist and Muslim heritage. It is located at the heart of Rajshahi town and maintained by Rajshahi University authority. The year of its formal establishment is 1910. Admission is free. For Visit you may contact TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office  email: info@travelbd.com , web site URL: www.travelbd.com


6. Tribal Museum The only Tribal Cultural Museum in the Hill Tracts region was established at Rangamati town in 1978 and run by the Tribal Cultural Institute. It preserves valuable objects and articles of different tribes depicting their socioeconomic, cultural and historical tradition. These include typical tribal dresses, ornaments, arms and ammunitions, coins, statues made of wood, bronze and other metals, musical instruments, ivory products, handicrafts, paintings on tribal life etc. Open : Saturday - Thursday 10.00 am. - 4.00 pm., closed: Friday & Public Holidays. Admission is free. For Visit you may contact TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office email: info@travelbd.com web site URL: www.travelbd.com


ENTERTAINMENT


1. Cinema Dhaka has several excellent air conditioned cinema halls which screen British. American, continental and Bangladeshi films. All district towns have their own cinemas. Check the daily morning newspapers for details of current attractions. For Visit you may contact TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office email: info@travelbd.com , web site URL: www.travelbd.com


2. Theatre Bengali and Bengali transiations of western plays are staged frequently. Popular theatre groups are: Dhaka Theatre, Nagarik Nattya Sampraday and Theatre. For Visit you may contact TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office email: info@travelbd.com web site URL: www.travelbd.com


3. Cultural Shows Cultural shows are quite frequently performed at several venues like Mohila Samity, Guide House and British Council Auditorium. Check with hotel receptions and the daily newspapers for details.


4. Fairs, festivals & Holidays Fairs and festivals have always plaued a significant role in the life of the citizens of this country. They derive from them a great amount of joy, entertainment and colour for life. While most of the festivals have sprung from religious rituals, the fairs have their roots in the very heart of the people, irrespective of religion, caste or creed. The biggest muslim festivals are Eidul Fitr. Next comes Eid ul Azha. Other widely celebrated muslim festivals are Eid e Miladunabi, Shab - e - Barat, Ashura (10th day of Lunar Month, Muharram), and Jamt ul wide. Festivals like Durga Puja of the Hindus, Christmas of the Christians, Buddha Purnima of the Buddhists are also celebrated with equal fervour. Among the nonreligious festivals Bengali New Year's Day, Victory Day (16th December) and Independence day (26th March) are celebrated nation wide. All these festivals are marked as public holidays. Other national holidays are 21st February (National Mourning Day in memory of the martyrs of Language movement) 1st May and 7th November (National Solidarity Day).


DANCE

Classical forms of the sub continent predominate in Bangladeshi dance. The folk, tribal and middle eastern traits are also common. Among the tribal dances, particularly popular are Monipur and Santal. For arrangement or Visit you may contact TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office email: info@travelbd.com, web site URL: www.travelbd.com

MUSIC
The music in Bangladesh can be divided into three distinct categories classical , folk and modern. The classical music, both vocal and instrumental is rooted in the remote past of the sub continent. Ustad Alauddin Khan and Ustad Ayet Ali Khan are two names in classical instrument music who are internationally known. Folk song nurtured through the ages by village poets, rich in devotional musticism and loveres is popular in Bangladesh. The best known forms are Bhatiali, Baul, Marfati, Murshidi and Bhawaiya, Lalan, Hansan Raja, Abbasuddin and Abdul Alim are four great manes in flok song. Modern Bengali song pioneered by Rabindranath Tagore and Kazi Nazrul Islam blended western and Middle Eastern traits with traditional forms. Contemporary patterns have more inclinations to west. Pop song and band groups are also coming up mainly in Dhaka city. For arrangement or Visit you may contact TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office
email: info@travelbd.com, web site URL: www.travelbd.com

FAIRS AND FESTIVALS

Fairs and festivals have always played a significant role in the life of the people of the country. Brief information on the important and regular festivals is given below. It may not be out of place to mention here that besides these, there are various fairs and exhibitions held during the winter (November - March). Visit & Attend you may contact TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office email: info@travelbd.com, web site URL: www.travelbd.com

HEALTH RISKS Cholera, dysentery, hepatitis, malaria and meningococcal meningitis.
VISA
Restricted entry: The government of Bangladesh refuses admission and transit to nationals of Israel. - PASSPORTS: Passport valid for 3 months after departure required by all. VISAS: Required by all except the following: (a) nationals of Bahamas, Fiji, Gambia, Grenada, Guinea-Bissau, Jamaica, Guyana, Honduras, Lesotho, Malawi, Montserrat, St Kitts & Nevis, St Lucia, St Vincent & the Grenadines, Seychelles, Solomon Islands, Vatican City and Zambia for stays of up to 90 days; (b) transit passengers continuing their journey the same for first connecting aircraft provided holding valid onward or return documentation and not leaving the airport;(c) tourist and business travellers arriving at Zia, Dhaka and Patenga international airports, provided holding return air tickets, who may be granted 'landing permission' by the by the Chief Immigration Officer for stays of up to 15 days.

Visas for Bangladesh

Restricted entry: The government of Bangladesh refuses admission and transit to nationals of Israel.
Passports: Passport valid for 3 months after departure required by all.
Visas: Required by all except the following:
(a) Nationals of Antigua & Barbuda, Bahamas, Bhutan, Dominica, Fiji, Gambia, Grenada, Guinea-Bissau, Jamaica, Guyana, Honduras, Lesotho, Malawi, Maldives, Montserrat, Papua New Guinea, St Kitts & Nevis, St Lucia, St Vincent & the Grenadines, Seychelles, Solomon Islands, Uruguay, Vatican City and Zambia for stays of up to 90 days.
(b) Transit passengers continuing their journey the same for first connecting aircraft provided holding valid onward or return documentation and not leaving the airport.
(c) Tourist and business travellers arriving at Zia international airport, Dhaka and Patenga international airport, provided holding return air tickets, who may be granted 'landing permission' by the Chief Immigration Officer for stays of up to 15 days.
Note: Visas are not required by Bangladesh nationals nor by former Bangladesh nationals holding British passports provided they have the statement' no visa required for travel to Bangladesh' stamped in their passport by the Bangladesh High Commission. Please also note any foreign visitor overstaying the allotted period may be charged a fine for each day of overstay.
Types of visa: Entry, Visit, Tourist and. Entry visas may be issued for short conference or journalistic trips (although not for business trips).
Validity: Single- and Double entry: 6 months from date of issue. Multiple-entry: 6-12 months from date of issue. Stays are for a maximum of 90 days each.
Application to: Consular Section at Embassy or High Commission.
Application requirements:
(a) Valid passport.
(b) 2 completed application forms.
(c) 2 passport-size photos.
(d) Fee. Source: www.travelbd.com
(e) Letter from employer or other relevant letters for business and conference trips.
Working days required: 24 hours for a single-entry visa; 48 hours for other types of visa. 7-10 days for postal applications.


Some useful Tips for travelers in Bangladesh

Make sure you have the proper health/immunization requirements.

Carry as much currency in travelers checks as possible.
Keep a copy of all documents and credit card information in a safe place.
Find out some information about your destination. It is to your advantage to know some basic phrases in the local language, basic facts, places of interest, how to get around etc.
Check all your travel documents to make sure that they are in order. Passports should be valid for a few months after your return date.
Bring your address and telephone book. Make sure you have jotted down important telephone numbers in case of emergency.
Check the weather conditions of your destination.


Essential Safety Information for Travellers in Bangladesh


Before you travel, make sure you passport is valid and will not be expire while you are away. Most of the country will not except your passport if it has expired.

Always take good care of your passport. Don't give or handover your passport to anyone. You need that to go and come in every country of the world. Without a passport you will not be able to get in the plane.
Keep your passport with you at all times. If you are visiting friends or family, make sure that your passport is in a safe place. If you are in a hotel or shopping around the town, always check on it.
Do you have a duplicate copy of your passport? If not, make at least 3 photo copies of your passport. Leave one behind at your permanent address, 2nd copy with you when you traveling but not with the original passport (or keep it with your traveling companion). Incase you lose your passport; you would need the photocopy for your identification. While making photocopy, make sure to copy all the relevant pages of your passport (mainly the page with your photo and profile)
If you have a scanner - scan you passport and send it to your own e-mail address. It could be very helpful incase if you lose your passport and photocopy can't be located.
If incase, you lost your passport, notify the local police authority and contact your embassy immediately. Do not delay on reporting the lost of your passport. Your travel arrangement might
When it comes to traveling abroad, first piece of document you need is a passport. It is the most important document. Following are some of the very you should keep in mind: be delayed due to lost of your passport.

Where else do you need a passport?

If you pulled over or stopped by the law enforcement officers in a foreign country, passport is you first identity along with your international drivers license.
If you like to use your credit card for your shopping need, passport can be used as your identification.


LOOK FOR TRAVEL BANGLADESH (TRAVELBD) FOLLOWING SERVICES

Guided Tour Packages & Sightseeing Languages Guide Budget Hotel/Guest House/Resort Booking Issue & confirmation of Air/Railway/Bus/Steamer Ticket ?River Cruise & Lake Cruise ?Honeymoon Trips Travel Management (Tours/Visit/Excursion/Wild Life Safari) Camping Program/Hiking/Trekking Management of Picnics/Get-Together Catering Service Cultural Program Seminars Exhibition ?Rent a Car/Boat/Helicopter. Contact Address:
TRAVEL BANGLADESH (TRAVELBD) Manager (Tours), TRAVELBD Head Office
email: info@travelbd.com , web site URL: www.travelbd.com

0 comments:

Travel, Hill, Visit, Bangladesh, Netrokona, Birishiri, Garo Hill, tourism, hiking

Climbing Garo Pahar at Birishiri, Netrokona

Visit Bangaldesh! The hill is just beside the border of India after Netrokona District of Bangladesh. Akareem, Nawsher and Me went to visit Birishiri and we climed that hil to have a look at the other side which is India.

0 comments:

Climbing Garo Pahar at Birishiri, Netrokona

0 comments:

মেইড ইন বাংলাদেশ, বিআরবির সাফল্য ও আমাদের অনুপ্রেরণা

মেইড ইন বাংলাদেশ, বিআরবির সাফল্য ও আমাদের অনুপ্রেরণা

 কয়েক দিন আগে আমি আর রাকিব, বাজারে গেলাম আমাদের বাড়ীর জন্য কাট আউট কিনতে। আগের কাট আউটটা অল্প লোডেই পুড়ে যায়। তাই দোকানে গিয়ে ভাল মানের কাট-আউট চাওয়ায়, আমাদেরকে একটা ৯০ টাকা দামের ৩২ এ্যাম্পিয়ারের কাট আউট দেখাল । মাত্র ২০/৩০ গ্রাম তামা আর চিনামাটির তৈরি একটি জিনিসের দাম ৯০ টাকা ব্যাপারটা আমার কাছে বেশ অস্বাভাবিক মনে হলো। দেখলাম কাট আউটের গায়ে মেইড ইন চায়না লেখা । বাংলাদেশী কোন ভাল মানের কাট আউট আছে কিনা?  জিজ্ঞাসা করায়, তিনি বললেন-"বাংলাদেশে কোন ভাল মানের কাট আউট তৈরি হয় না"। আমি ভাবলাম তার কাছে মনে হয় বাংলাদেশে তৈরি ভাল মানের কোন কাট আউট নেই। তাই পাশের দোকানে গেলাম, সেখানে গিয়েও ভাল মানের কাট আউট চাওয়াতে তিনি ইন্ডিয়ান একটা  ৯৫ টাকা দামের কাট আউট দেখালেন। দেশি ভাল কোনটা দিতে বলায়,  তিনি এবার একটা কাট আউট দেখালেন, যেটা চিনের তৈরি। আবারো দেশি কোনটার কথা বলায়, তিনি কাট আউটের গায়ে খোদায় করে মেইড ইন চায়না লেখাটা দেখালেন। আমি বললাম- আরে ভাই ভিন দেশী ভালটা দিতে বলল কে?  আমিতো আমার স্বদেশী ভাল মানের কোনটা চাচ্ছিলাম। যাই হোক, এই কথার উত্তরে এই দোকান থেকেও শুনতে হল- "বাংলাদেশে কোন ভাল মানের কাট আউট তৈরি হয় না"।

মনে মনে বাংলাদেশী বিনিয়োগকারীদের উপর খুব রাগ হল, সিরামিক আর তামা দিয়ে সহজেই যেই জিনিসটা তৈরি করা যায়, কেন তারা  সেটা তৈরি করে না । স্বাভাবিক ভাবেই সবচাইতে বেশি রাগ হল আমাদের কুষ্টিয়ার বি আর বি ক্যাবলস এর উপর। আজ যখন বি আর বির প্রতিষ্ঠা বার্যিকি উপলক্ষে  দেশব্রতীর জন্য আমাকে একটা লেখা লিখতে বলা হল - তখন প্রথমেই আমার এই কাহিনীটা মনে পড়লো।

আমরা যার কাজ থেকে বেশি আশা করি, তার কাছ থেকে আশার চেয়ে যদি কম পাওয়া যায়, তাহলেই তার উপর রাগ লাগে। বি আর বি উপর আমার রাগ হওয়ার কারণটা  ছিল এটাই। বর্তমানে কুষ্টিয়ার যে কয়েকটা বিষয়  নিয়ে আমরা গর্ব করতে পারি, তার মধ্যে অন্যতম হল বি আর বির তার, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, আর কিয়াম মেটালের রান্নার সরঞ্জামাদি।

শুধু মাত্র এক জনের একক উদ্যোগে একটা প্রতিষ্ঠান হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের সৃষ্টি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ বি আর বি ও এর অঙ্গ সংগঠনগুলো। আমি অবাক হই কারণ, সেই ১৯৭৮ সালে যখন বিদ্যুৎ সংযোগই আমাদের অনেক সাধারণ মানুষের কল্পনার বাইরেই একটা বিষয়, তখন মজিবর রহমান কিভাবে বিদ্যুতের তার তৈরির মতো একটা বিষয়ে বিনিয়োগ করার কথা চিন্তা করলেন। যেখানে বর্তমানে আমরা গ্লোবাল ভিলেজে বাস করেও আমাদের গ্রাম, শহর অথবা  সর্বোচ্চ দেশের মধ্যে  দেখা পরিচিত পেশাগুলো  বাদ দিয়ে নতুন অন্য কোন পেশা নেবার মতো বিষয় কল্পনাও করতে পারি না।

সেই ব্রিটিশ আমল থেকেই আমরা দেখে দেখে শিখে এসেছি, একমাত্র সম্মান যখন পেশা সরকারী চাকরি করা। আর যদি তা না পাওয়া যায়, সম্মান নিয়ে বেচে থাকতে হলে অন্তত বেসরকারি হলেও যে কোন প্রকারের একটা চাকরি করতেই হবে।  আমাদের শিক্ষা ব্যবস্থাও আমাদেরকে শিখিয়েছে, কিভাবে লেখা পড়া শিখে শুধুমাত্র  চাকরি করতে যেতে হয়। কিন্তু আমাদের দেশে যারা লেখা পড়ার সুযোগ পেয়েছে, তাদেরকেও আমরা তাদের শিক্ষা অনুসারে চাকরি দিতে পারিনি। আবার বাস্তব জীবনের কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষাও তাদেরকে দেওয়া হয় না। মজিবর রহমানও আমাদের এই চেনা পরিবেশেই বড় হয়েছেন, তার পরেও তিনি এত বড় উদ্যোগ নেবার সাহস দেখালেন কিভাবে ! আবার তার এই চেষ্টাও যে একবারেই সফল হয়েছে তা নয়। বিভিন্ন সমস্যার কারণে এক পর্যায়ে তার কারখানাটি পুরোপুরি বন্ধও করে দিতে হয়েছিল। তার পরেও তিনি আশা হারাননি, আর সে কারণেই ১৯৮৩ সালে আবার উৎপাদন শুরু করার পর তাকে আর কখনই পিছন ফিরে তাকাতে হয়নি। দেশের চাহিদা পূরণ করার পর বি আর বি এখন বিশ্বের বিভিন্ন দেশে তার পণ্য রপ্তানি করছে। আর আমরাও পেয়েছি আন্তর্জাতিক পর্যায়ে গর্ব করার মতো আমাদের দেশীয় প্রতিষ্ঠান- বি আর বি ক্যাবলস, অন্যান্য আরো অনেক সনদের সাথে যার আছে আইএসও ২০০৮ সনদ, আছে দুর্লভ Germanischer Lloyd (GL) Approval Certificate, যার ফলে বাংলাদেশে একমাত্র বি আর বি Shipboard Cable তৈরির অনুমোদন পেয়েছে।

বি আর বির প্রায় ১০টি সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে আছে কিয়াম ছিরাতুননেছা মেমোরিয়াল ট্রাট। যা আমাদের দেশের সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে।

শুধু মাত্র "মেইড ইন বাংলাদেশ" এই লেখা দেখেই বিশ্বের অনেক দেশের মানুষ আমার বাংলাদেশকে চেনে। আমাদের অবশ্যই শুনতে ভাল লাগে, যখন একজন বিদেশী বন্ধু বাংলাদেশে তৈরি কোন পণ্যকে ভাল বলে । আর যে সকল প্রতিষ্ঠান "মেইড ইন বাংলাদেশ" লিখে উন্নত মানের পণ্য বিদেশে পাঠায়, তারা যেমন বিশ্ব দরবারে নিজেদের সুনাম কুড়ায় , সেই সাথে আমার দেশও বিশ্বের কাছে সুনামের সাথে পরিচিত হয়। আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারি, বাংলাদেশী হিসেবে। যেই বাংলাদেশের জন্য ৩০লক্ষ শহীদ জীবন দিয়েছিল।

আজ হয়তবা আমাদের মধ্যে কেউ কেউ শুধু মাত্র মুক্তিযুদ্ধের সৃতি চারণ করাকেই দেশপ্রেম প্রকাশের একমাত্র পথ বলে মনে করেন। নতুন প্রজন্মের অনেকেই আনমতে ভেবে বসে আছে যে, একমাত্র মহান শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রশংসা করার মধ্যেই দেশ প্রেম সীমাবদ্ধ।  কিন্তু যে সুখী সমৃদ্ধ দেশের জন্য আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা জীবন দিয়েছিল, সেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কম মানুষকেই ঝুঁকি নিতে দেখা যায়। এমনকি যারা নিজেরা ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করছেন, তারাও তাদের প্রাপ্য সম্মানটুকু থেকে অনেক ক্ষেত্রেরই বঞ্চিত হন। আমরা আমাদের ১৯৭১ এর বীরদের যথাযথ সম্মান দেই না, যারা আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছিল। আর বর্তমানের বীরেরা, যারা নিজেরা ঝুঁকি নিয়ে আমাদেরকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন, তারাতো পুরোপুরি উপেক্ষিত।

আমাদের অবশ্যই উচিৎ মজিবর রহমানের মত বর্তমানের বীরদের যথাযথ মূল্যায়ন করা, যা দেখে নতুন প্রজন্মও এ জাতীয় উদ্যোগ নেবার জন্য অনুপ্রাণিত হয়ে বর্তমানের সত্যিকারের দেশপ্রেমীক হতে পারে।

যারা আমাদের দেশে উদ্যোগতার ভূমিকা পালন করেন, তাদের প্রতিকূল অবস্থা থেকে রক্ষার জন্য আমাদের সামগ্রিক ভাবে এগিয়ে আসতে হবে। সৃজনশীল ও কারিগরি শিক্ষার বহুল প্রচলন, সরকারি ও বেসরকারি  ঊৎপাদনমুখী শিল্প স্থাপন,  স্বল্প-সুদে ব্যাঙ্ক ঋণ সুবিধার ব্যবস্থা করতেই হবে। টাকার অভাবে আমাদের অনেক নিশ্চিত সম্ভাবনা ধ্বংস হয়ে যায় ।

মজিবুর রহমানের মত আমাদের আরও কিছু সৃজনশীল উদ্যোক্তা দরকার, যারা মেধা ও পরিশ্রমের মাধ্যমে আমাদের জাতিকে শুধুমাত্র কৃষিনির্ভরতা থেকে মুক্ত করে শিল্পসমৃদ্ধ দেশে পরিণত করবে। প্রথম দিকে হইতবা আমাদের নতুন উদ্যেগতারা তুলনামুলক ভাবে অতটা মান সম্পন্ন পণ্য তৈরী করতে পারবে না, তার পরেও আমাদের দায়িত্ব হবে দেশীয় পণ্য কিনে তাদেরকে উৎসাহিত করা, প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা। তাহলে এখন যেমন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আস্থার সাথে ভাল মানের বৈদুতিক সরঞ্জাম হিসাবে বি আর বির তৈরী পণ্য কেনে । তেমনি ভাবে অবশ্যই একদিন আমরা মান সম্পন্ন পণ্য হিসাবে, আস্থার সাথেই সেই পণ্যগুলো কিনতে পারব, যেগুলোর গায়ে লেখা থাকবে "মেইড ইন বাংলাদেশ"।

0 comments:

Travel on Sylhet Division


Sylhet Division..............................................

Sylhet division occupies the north east part of Bangladesh, has an area of 12596 sq. km and a population of 7.899 million. There are 4 districts and 14 municipalities under Sylhet Division. It is a natural hilly, forest area with ox bow lakes and famous shrines.

Sylhet City:

Nestled in the picturesque Surma Valley amidst scenic tea plantations and lush green tropical forests, greater Sylhet is a prime attraction for all tourists visiting Bangladesh. Laying between the Khasia and the Jaintia hills on the north, and the Tripura hills on the south, Sylhet breaks the monotony of the flatness of this land by a multitude of terraced tea gardens, rolling countryside and the exotic flora and fauna. Here the thick tropical forests abound with many species of wildlife, spread their aroma around the typical hearth and homes of the Mainpuri Tribal maidens famous for their dance.

The Sylhet valley is formed by a beautiful, winding pair of rivers named the Surma and the Kushiara both of which are fed by innumerable hill streams from the north and the south. The valley has good number of haors, which are big natural depressions.
During winter these haors are vast stretches of green land, but in the rainy season they turn into turbulent seas.

These haors provide a sanctuary to the millions of migratory birds who fly from Siberia across the Himalayas to avoid the severe cold there. Sylhet has also a very interesting and rich hilstory, Before the conquest by the Muslims, it was ruled by local chieftains. In 1303, the great Saint Hazrat Shah Jalal came to Sylhet from Delhi with a band of 360 disciples to preach Islam and defeated the then Raja Gour Gobinda.

Sylhet thus became a district of saints, shrines and daring but virile people. Its rich potentialities became easily attractive and the 18th century Englishmen made their fortune in tea plantation. About 80 km. from Sylhet town connected by road and rail, Srimangal, which is known as the tea capital of Bangladesh, is the actual tea center of the area.

Main Tourist Spots In Sylhet Division:

For miles and miles around, the visitor can see the teagardens spread like a green carpet over the plain land or on the sloping hills. A visit to the tea plantation in Sylhet is a memorable experience. Sylhet, the tea granary of Bangladesh, not only has over 150 tea gardens but also proudly possesses three largest tea gardens in the world in both area and production. Sylhet is the land of Shrine’s, natural Hills, forests, beautiful tree plantations and lots of Haors. It is an old city with full of natural beauties. A large number of tourists come every year to visit Sylhet. The main attraction of Sylhet city is the Shrine of Hajrat Shahjalal(R) and Hajrat Shah Poran (R). Shrine of Hajrat Shahjalal (R) is on the top of a hillock (tilla) in Sylhet city. Thousands of visitors are coming everyday in this Shrine. Shrine of Hajrat Shah Paran (R) is eight km far from Sylhet town on the Sylhet-Jaflong road where also thousands of visitors visits this Shrine everyday. Road journey to Sylhet is an wonderful experience through roads running ups and down the hills and green lush tea gardens of nature at its best.



The Shrine of Hazrat Shah Jalal:

Shrine of Saint Hazrat Shah Jalal is the most historical interest in Sylhet town. Today, more than six hundred years after his death, the shrine is visited by innumerable devotees of every caste and creed, who make the journey from far away places. Legend says, the great saint who came from Delhi to preach Islam and defeated the then Hindu Raja (king) Gour Gobinda, transformed the witchcraft followers of the Raja into catfishes which are still alive in the tank adjacent to the shrine Swords, the holy Quran and the robes of the holy saint are still preserved in the shrine.

Srimongol:

Srimongal is the place of tea gardens, hills and forest areas on the hills. Within your eyesight you will find lush green throughout. Its is famous for the largest tea gardens of world covered by lush green carpet. One can have a look into the spectacular tea processing at Tea Research Institute. Bangladesh produces and exports a large quantity of high quality tea every year. Most of the tea estates are in Sremongol. It is called "The land of two leaves and a bud".It is also called camellia, green carpet or Tea Mountain. There are a lot of tea estates including the largest one in the world. The terraced tea garden, pineapple, rubber and lemon plantations from a beautiful landscape. It is known as the tea capital in Bangladesh. Just offer entering into the tea estates the nice smells and green beauty will lead you many kilometers away.


Lawacherra Rain Forest:

Lawacherra Rain Forest is one of the important & well-reserved forests in Bangladesh. Here visitor may see gibbons swimming through the trees and birds like bee-eater owls parrot. It is a good habitant of Deer, leopard, wild chicken, squirrel, and python. Don't miss it especially if you are bird watcher. The terrain is hilly and vegetation is fairly thick. Only one rare Chloroform tree of Asia is prime attraction.

Khasia & Manipuri is two important ethnic-tribe live here. Manipuri is famous for its rich culture especially for dancing, singing. They are also famous for their traditional weaving. You can buy their handicrafts exquisitely woven woolen. Shawls, Sharee, Napkin, bed-cover and some should a bags. It is known as colorful community. Khasia tribe is famous for their betel leaf cultivation. They make their villages high on hilltop in deep forest and so far from town. It is like "A Piece of Paradise". Certainly it will please you.


Jaflong:

Jaflong is one of the most attractive tourist spots in Sylhet division. It's about 60 km far from Sylhet town and takes two hours drive to reach there. Jaflong is also a scenic spot nearby amidst tea gardens and rate beauty of rolling stones from hills. It is situated besides the river Mari in the lap of Hill Khashia.The Mari river is coming from the great Himalayas of India, which bringing million tons of stone boulders with its tide. You can watch the stone collection from the river in Jaflong as well as you can enjoy the boating in the river Mari. Jaflong is totally a hilly area of real natural beauty where hills are greenish with the forests.Lots of wild animal lives in this forest, so you need to be careful to enter in the forest alone. You can see the lifestyle of Tribe Khasia in Jaflong.

MadabKunda Water fall:

Madhabkunda waterfall is one of the most attractive tourist spots in Sylhet division. Lots of tourists and picnic parties come to Madhabkunda every day for their enjoyment. You can go to Madhabkunda either from Sylhet if you go by road or from Kulaura if you go by train.From Kulaura rail station its about one hour journey by microbus to Madhabkunda. The journey to Madhabkunda itself is exotic. On the way you can see the greenish beauty of tea garden, the hills and the zigzag road through the hills will increase the joy of your journey. In Madhabkunda you will see the great waterfall – falls of million tons of water form 200ft. height. Big bolder of stones and the black stones in giving a shape of care in Madhabkundu. There is a Parjatan Motel with a good restaurant for accommodation and fooding.


Tamabil:

Tamabil is the border area with India and is 05 km before Jaflong. If you intend to visit Shilong of India then you will have to cross this border by completing your customs formalities.

Temple of Sri Chaittayana Dev:

About 500 years old famous about 45 km southeast from Sylhet town. The place is revered from being the ancestral home of the famous Vaishnava saint. Yearly fair is organized on the full moon day of the Bangla month Falgun. Hundreds and thousands of devotees from home and abroad attend this colorful fair.

Gour Govinda Fort:

The Murarichand Government College is situated in a beautiful surrounding on a hilltop. To the northwest of the college lie the remains of King Gour Govinda's Fort.

Jointapur's Rajbari:

Jaintiapur is only 5 km. from Jaflong, a scenic spot amidst tea gardens. At about 35 km. northwest of Sylhet town, linked by rail, road and river is Chhatak, the seat of Assam Bengal Cement Factory, Chhatak is famous for orange garden. After complete Sripur on the way back to Sylhet don't miss to visit Jointika in Jointapur. Jaintapur was the capital of Jainta Kingdome at 18th century. Jainta Rajbari was the palace of Kings of Jainta, it’s just adjacent of Jainta Bazar. Though the condition of this king’s palace is already damaged enormously but a huge number of tourists visit here due to the historical background of Jainta Kingdom.


A lots of picnic parties goes to Jaintapur forests and also other areas of Jaflong, Sripur and Tamabil to enjoy a full day in the nature. So if you are planning to visit Jaflong you must cover up all these four places at a time and by the evening you come back to Sylhet for your night stay. Generally winter is the best season to visit Jaflong but if you want to enjoy the real beauty of wild waterfall then you should visit Jaflong in Monsoon.


Sripur:

Sripur is another beautiful tourist spot where you can see the waterfall with great tide falling form the hills. Besides the enchanting views of the area, one can also have a glimpse of the waterfalls across the border of India. Very Big stones sometimes are coming in this waterfall in Sripur. After completion of visiting Jaflong and Tamabil you must visit Sripur on the way to go back to Sylhet. It’s only 7-8km from Jaflong on the same road to Sylhet a sub road entered into Sripur waterfall. Here you can see the stone collection and orange garden if you go inside Sripur crossing the hills.


Monipuri Tribal Village:

An interesting feature of Sylhet region is the aboriginal tribes such as the Tipperas, the Monipuris, Khasias and Garos who still live in their primitive ways in the hills, practicing their age-old rites, rituals, customs and traditions. During festivals such as, Rash Leela (Full-moon night in February) and Doljatra, the attractive young girls dressed in colorful robes, dance with the male members of their choice & love. The Monipuris perform their famous dance, based on allegorical love themes of the ancient mythology.

1 comments: