Khania Dighi Masjid, Rajshahi

The Khania Dighi Mosque, also known as Rajbibi Masjid in Chapai Nawabganj in Rajshahi, Bangladesh.
Khania Dighi Masjid is located on bank of Khania Dighi which is about a quarter mile away from the high mud wall of the ancient city of Gaur on the north and the Balia Dighi on the west in Nawabganj district. It’s a 14th century masjid, a valuable archaeological

 heritage of Bangladesh.

The single-domed masjid built in 1490, is in Chapara village and is in reasonably good condition. It also has some ornately decorated walls, but here they are embellished primarily with terracotta floral designs. Like Chot Sona masjid, it also features some highly ornate stone work, primarily on the three arched entrance on the western wall.

0 comments:

National Martyrs' Memorial ( জাতীয় স্মৃতি সৌধ )


















Jatiyo Sriti Shoudho জাতীয় স্মৃতি সৌধ Jatio Sriti Shoudho) or National Martyrs' Memorial is the national monument ofBangladesh is the symbol in the memory of the valour and the sacrifice of all those who gave their lives in the Bangladesh Liberation War of 1971, which brought independence and separated Bangladesh from Pakistan. The monument is located in Savar, about 35 km north-west of the capital, Dhaka. It was designed by Syed Mainul Hossain.

Plans for the monument were initiated in 1976. Following the site selection, road and land development, a nationwide design competition was held in June,1978. Following evaluation of the 57 submissions, Syed Mainul Hossain's design was chosen. The main structure and the artificial lake and other facilities were completed in 1982. It was Inaugurated at 16 December 1982.


জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে।বিদেশী রাষ্ট্রনায়কগণ সরকারীভাবেবাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।

ইতিহাস

স্থাপত্য ও তাৎপর্য ১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। ১৯৭৮ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যাগ গ্রহণ করেন এবং নক্‌শা আহবান করা হয়। ১৯৭৮-এর জুন মাসে প্রাপ্ত ৫৭টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। ১৯৭৯ খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়। ২০০২ খ্রিস্টাব্দে গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা, সুবিস্তৃত ম্যুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে।বাংলাদেশ সফরকারী বিদেশী রাষ্ট্র প্রধানগণের নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন। স্মৃতিসৌধের মিনার ব্যতিত প্রকল্পটির মহা-পরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনাসহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। নির্মাণ কাজের গোড়া পত্তন হয় ১৯৭২ খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং শেষ হয় ১৯৮৮ খ্রিস্টাব্দের মাসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ধীন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করে। বর্তমানে সৌধটির নির্মাণ কাজ তিন পর্যায়ে মোট ১৩.০০ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়।
১৯৭১'র ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই সৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়ায়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। সৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন ৩৪ হেক্টর (৮৪ একর)। এ ছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও ১০ হেক্টর (২৪ একর) এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই সৃতিসৌধ সকল দেশ প্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে। সাতটি ত্রিভুজ আকৃতি মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাতটি পর্যায়ের প্রতিটি এক ভাবব্যঞ্জনাতে প্রবাহিত হচ্ছে। এই সাতটি পর্যায়ের প্রতিটি সূচিত হয় বায়ান্নর ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে চুয়ান্ন, আটান্ন, বাষট্টি, ছেষট্টি ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মিনারটি ৪৫ মিটার (১৫০.০০ ফুট)উঁচু এবং জাতীয় শহীদ সৃতিসৌধ প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। মিনার ঘিরে আছে কৃত্রিম হ্রদ এবং বাগান। সৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদের দশটি গণ সমাধি। সৃতিসৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড, ক্যাফেটেরিয়া।
স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন ৮৪ একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে ২৪ একর এলাকাব্যাপী বৃক্ষরাজিশোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা ১৫০ ফুট। সৌধটি সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশঃ বড়ক্রমে সাজানো হয়েছে। এই সাত জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। ১৯৫২-র ভাষা আন্দোলন, ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ শিক্ষা আন্দোলন, ১৯৬৬ ছয় দফা আন্দোলন১৯৬৯ এর গণ-অভ্যূত্থান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ - এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসাবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।

©copyright 2016 by wiki




0 comments:

Garo Pahar ( গারো পাহাড়)






Vlley of Garo Pahar is the area covered by Jamalpur and Sherpur districts. Both of them are located at the adjacent side of Meghalaya of India. Sherpur (Town) stands on the bank of the Mrigi. Old Brahmaputra is another major river in this district. Madhutila Eco Park is one of the wildlife sanctuaries of Bangladesh. This wildlife sanctuary has some small hills with some rare collections of wild animals and birds. Another district of this region is Jamalpur. The beauty of this district is the blessing of the Jamuna River. The chars of the Jamuna will be give one’s memory a mesmerizing feelings.

গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো-খাসিয়া পর্বতমালার একটি অংশ।[১] এর কিছু অংশ ভারতের আসাম রাজ্য ও বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত। গারো পাহাড় এর বিস্তৃতি প্রায় ৮০০০ বর্গ কিলোমিটার। [২] গারো পাহাড়েই মেঘালয় রাজ্যের রাজধানী শিলঙ অবস্থিত। তবে গারো পাহাড়ের প্রধান শহর তুরা। এই শহরটি পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত।
গারো পাহাড় ঘন বন-জঙ্গলে আচ্ছাদিত। এখানে এক বিস্তীর্ণ সংরক্ষিত বনভূমি রয়েছে। এই বনভূমির আয়তন প্রায় ২০০ বর্গ কিলোমিটার। সমগ্র গারো পাহাড় অঞ্চলে এই সংরক্ষিত বনভূমিতে প্রচুর পরিমাণে মূল্যবান শালগাছ জন্মায়। অসংরক্ষিত বনের সংখ্যা এবং আয়তনও কম নয়। এসব বনভূমিতেও প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মূল্যবান গাছ, বাঁশ, বেত প্রভৃতি জন্মায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেযোগ্য সেগুন এবং শাল। [৩] বনভূমিতে নানা প্রজাতির পাখি, সরীসৃপ জীব, বন্য হাতি, হরিণ, বাঘ, বন্য শূকর, ময়না এবং ধনেশ পাখিও প্রচুর দেখা যায়। এই পাহাড়ী বনভূমিতে নদ-নদীও রয়েছে অনেক। এরমধ্যে ঝিনারীকৃষ্ণাইদুধনাইগাননলভোগাইনিতাইরংরামহাদেওগনেশ্বরীসোমেশ্বরী ইত্যাদি উল্লেখযোগ্য।[২]
গারো পাহাড় একটি দুর্গম পার্বত্য এলাকা। এটি গারো সম্প্রদায়ের মূল বাসভূমি। মেঘালয় রাজ্যের ঈস্ট গারো হিলসওয়েস্ট গারো হিলস এবং সাউথ গারো হিলস এই তিনটি জেলায় অধিকাংশ গারোর বসবাস। [২] মাঝে মাঝে পাহাড়ের পাদদেশে বিরাট এলাকাজুড়ে বহু বিস্তীর্ণ সমভূমি রয়েছে। এসব এলাকায় প্রচুর পরিমাণ ধান ও অন্যান্য শস্য উৎপন্ন হয়। বসতি-প্রধান অঞ্চলটিকে দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিমে লম্বালম্বি গারো পাহাড় দুই ভাগে বিভক্ত করে রেখেছে। এই গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নক্রেক। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৪,৬৫২ ফুট।

0 comments:

Saint Martin ( সেন্ট মার্টিন )



St. Martin's Island is a small island (area only 8 km2) in the northeastern part of the Bay of Bengal, about 9 km south of the tip of the Cox's Bazar-Teknaf peninsula, and forming the southernmost part of Bangladesh. There is a small adjoining island that is separated at high tide, called Chhera island. It is about 8 km west of the northwest coast of Myanmar, at the mouth of the Naf River. The first settlement started just 250 years ago by some Arabian sailors who named the island 'Zajira'. During British occupation the island was named St. Martin Island. The local names of the island are "Narical Gingira", also spelled "Narikel Jinjira/Jinjera", which means 'Coconut Island' in Bengali, and "Daruchini Dip". It is the only coral island in Bangladesh.

 বাংলাদেশের সর্ব দক্ষিনে বঙ্গপসাগরের মাঝে অসংখ্য প্রবাল রাশি মিলে মিশে একাকার হয়ে তৈরি করেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। সাগরের সুনীল জলরাশি আর নারিকেল গাছের সারি এই দ্বীপকে দিয়েছে অপার সৌন্দর্য। বালুকাময় সৈকত, প্রবালের প্রাচীর আর কেয়া গাছের সারি এই দ্বীপকে দিয়েছে আলাদা এক বৈশিষ্ট যা আর কোথাও নেই । 
বছরজুড়ে পৃথিবীর নানা দেশের বহু মানুষের ভিড় লেগে থাকে প্রবাল দ্বীপসেন্ট মার্টিনে। দ্বীপে মানুষের জীবনযাপন, সমুদ্রের নীল পানির সঙ্গে.


0 comments:

Lets travel to Bangladesh


0 comments:

Bangladeshi food.







Our Bangladeshi cuisine is a classic culinary art-form. Our food is ecstatic; a pure South Asian delicacy. The spectacular combination of our age old traditional values and a diverse range of perfectly blended spices give Bangladesh cuisines a unique taste for which people from all around the world do not hesitate to come back here again. Our foods and spices are so great that now these rule the whole world. Many of you might have already tasted those in abroad in many restaurants that provide Bangladeshi dishes.
Most of the Bangladeshi dishes are based on rice. Abundance of fishes in rivers and ponds and our love towards different varieties of fishes in many forms of dishes make the proverb “Fish and rice makes a Bengali” more meaningful. Specially Shorshe Ilish, a dish of smoked hilsha with mustard-seed paste, is considered as the most significant and important part of our Bangladeshi cuisine. Apart from that, we also have curry made out of freshly picked vegetables, different kinds of meat, lentils soup, etc in our dishes. And also, bhorta, mashed boiled vegetable such as potato, beans, papya, dal etc seasoned with onion, chili, mustard oil/ghee and other pungent spices, adds an extra emotional and obviously culinary appeal to our dishes.
Well, apart from the regular dishes mentioned previously, some dishes are specially designed to spice up our celebration and festivals. Biriyani or polao served with meat curries (chicken, beef, lamb etc.) seasoned with proper spices and ghee (butter) gives us and our celebration a heavenly smell and a satisfied tummy.
We are known for our passions for a wide variety of sweets made from milk. Rasho-gollah, kalo-jam, shandesh, mishti doi, shemai, chamcham… Quite frankly, the list is way too long. Come aboard sweet tooth!
Although pitha (cake) is popular for celebrating a specific season, but it has a far more reasons to be celebrated for which pitha is always prepared and cherished in any Bangladeshi dinner table all over the year. Most pithas are sweet but that does not stop us from making it spicy. There are some pithas which are made with meat and other spices. The chief ingredients of pitha are: sugarcane, date juice, rice, wheat flour, milk etc. Bhapa, pooli, patishapta, nakshipitha etc are common but celebrated in any Bangladeshi kitchen.
The deeper you roam around the alleys of any Bangladeshi town, the more exotic your culinary experience will become. Foods found in our streets and restaurants are as traditional as the foods cooked in our home. Iftar at Old Dhaka, jhalmuri (puffed rice with spices), dal puri, smokin’ hot Kebabs, etc. are surely never to be missed.
While you are trekking through the rough hills of Bandarban or Rangamati, make sure your try the traditional foods of your tribal people. These foods are their heritage and the outcome of their diverse culture.
You will be amazed to know that when you are visiting each part of Bangladesh, there exist many different local foods which are famous for their individual characteristics. Some go for spice or some go for sweets. The taste is obviously different than the mainstream ones but deep down it only depicts a unique theme; it is Bangladeshi food.

0 comments:

Sundorbon (সুন্দরবন )


0 comments:

Bangladesh: Sonargon Museum


0 comments:

Visit Bangladesh Tour


0 comments:

Sundarbans National Park, Bangladesh




0 comments:

Travel on Bangladesh ( গ্রাম বাংলা )


0 comments:

বালিয়াটি জমিদারবাড়ী -Jamidar Bari Baliati Saturia Manikganj





0 comments: